বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ছুরিকাঘাতে দুই কলেজছাত্র আহত

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত
একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরের দিকে কলেজ ক্যম্পাসের ভিতরে এ ঘটনা ঘটে। উভয়পক্ষই ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের কর্মী বলে জানা গেছে, তবে হামলার কারন এখনও জানা যায়নি।

আহতরা হলেন উপজেলার বৈরাগীবাজার খশির নাওয়া বাড়ী এলাকার৷ আবু তাহেরের পুত্র আবু নাসের তালহা (১৭) ও একই এলাকার নাজিম উদ্দিনের পুত্র রেজাউল ইসলাম (১৮), তারা দুইজনই বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজে প্রবেশ নিয়ে আহত দুই শিক্ষার্থীর সাথে কয়েকজন ছেলের কথা-কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে কয়েকজন যুবক পালিয়ে যায় তারা। সহপাঠীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Back to top button