সিলেট

সিলেটে শাহ আরেফিন বাজারে আগুনে পুড়ে ১২লক্ষ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক- সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরপিন বাজারে আগুনে পুড়ে ছাই হয়েছে একটি ডেকোরেটার্সের ঘর। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন বাজারে রতন ডেকোরেটার্সে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ডেকোরেটার্সের ভিতরে থাকা চেয়ার, টেবিল, মাইক, জেনারেটর সহ সকল মালামাল। আগুন লাগার প্রায় ২ ঘন্টা পর স্থানীয়দের চেষ্টায় নেবানো সম্ভব হলেও বাঁচানো যায়নি কোন মালামাল। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

ডেকোরেটার্সের মালিক রতন মিয়া জানান, আমার ডেকোরেটার্সের ঘরে ১২ লক্ষ টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো বলেন, ডেকোরেটার্সের ঘরের বিদ্যুতের লাইন বন্ধ ছিল। আগুন বিদ্যুৎ থেকে নয় অন্য কোন ভাবে লেগেছে।

Back to top button