সিলেটে শম্ভু হত্যার নেপথ্যে কি

ক্লুলেস থেকে গেলো জৈন্তাপুর ঘাটেরচটি গ্রামে শম্ভু দেবনাথ হত্যাকাণ্ড। ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো জানা গেলো না কারা, কী কারণে তাকে হত্যা করেছে। পুলিশও ঘটনার কোনো কিনারা করতে পারেনি। ফলে অন্ধকারে থেকে গেলো হত্যার রহস্য।
গত ৪ মার্চ নিখোঁজ হন শম্ভু দেবনাথ। তিনি কানাইঘাটের লামা ঝিঙ্গাবাড়ি গ্রামের শৈলেস চন্দ্র দেবনাথের ছেলে। তিনি শাহরান থানা এলাকার সোয়াবহর গ্রামে নানার বাড়িতে থাকতেন। একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিখোঁজ হন ৫ মার্চ।
শম্ভু নিখোঁজের ২দিন পর ৭মার্চ ঘাটেরচটি দেওচাপড়ার হাওরে মৎসখামারে মিলে শম্ভুর হাত-পা বাধা মরদেহ। ওই মরদেহ ডালিমের ভেবে দাফন করা হয়। পরে মাটি চাপা অবস্থায় ডালিমের মরদেহ উদ্ধারের পর জানা গেলো আগে দাফন করা মরদেহটি শম্ভুর-ই ছিল।
উভয় হত্যাকাণ্ডের ঘটনা অনুসন্ধানে নেমে শ্যামল সিলেট টিম ডালিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করলেও শম্ভু দেবনাথ হত্যার কারণ উদঘাটনে অবারিত চেষ্টা চালাচ্ছে।
শ্যামল সিলেট টিম সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নিহতের স্বজন এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে। হত্যার নেপথ্যের কোনো প্রেম-পরকীয়া, ঝগড়া, পূর্ব শত্রুতা, আর্থিক লেনদেন, মাদকের সংশ্লিষ্টতা, জমিজমা নিয়ে বিরোধ এমনকি যে পরিবারে শম্ভু বড় হয়েছেন, সেই পরিবারের সঙ্গে শম্ভুর সম্পর্ক ও দূরত্বের বিষয়টিও খতিয়ে দেখা হয়। স্বজন ও এলাকার মানুষের বক্তব্যে, শম্ভু দেবনাথের ক্ষুদে ব্যবসা বটেশ্বর সিনেমা হল সংলগ্ন। ওই দোকান ২বার চুরি হয়েছে। কাঁচা বসত ঘরটিও ৪ বছর আগে চুরি হয়। তাতে ঘুরে ফিরে শম্ভুর নানা বাড়ির জায়গা নিয়ে বিরোধ সামনে উঠে আসছে। যে বিরোধ চলে আসছে আগে থেকেই।
নিরীহ পরিবার হিসেবে সোয়াবহর গ্রামের প্রমোদ চন্দ্র নাথের ৭১ শতক ভূমি গ্রাস করে নিতে আগে থেকেই ভূমিখেকোদের লুলুপ দৃষ্টি পড়ে। ওই ভূমি থেকে তাদের উচ্ছেদ করে দিতে পারলেই যেনো একটি বিশেষ মহলের লাভ।
অনুসন্ধানে জানা গেছে, বিগত ২০০০ সালের ১০ মে নিখোঁজ হন সোয়াবহর গ্রামের প্রমোদ চন্দ্র নাথের একমাত্র ছেলে শম্ভুর মামা প্রল্লাদ চন্দ্র নাথ শঙ্কর (২৬)। তার কোনো হদিস মিলেনি আজো। স্বজনদের কাছে তিনি নিখোঁজ থেকে গেছেন।
ছেলে হারানোর শোকে কাতর প্রমোদ চন্দ্র নাথ মৃত্যুর আগে সম্পত্তি ৩ মেয়ের নামে লিখে দিয়ে যান। বর্তমানে ওই সম্পত্তির ৩৫ শতক ভোগ করছেন ৩ বোন। অবশিষ্ট সম্পত্তি এলাকার জামাল ওরফে হাঁতুড়ি জামালের নেতৃত্বে একটি চক্র দখল করে নিয়েছে। এ নিয়ে মামলাও চলছে আদালতে। বর্তমানে জমির বাজার মূল্য শতক প্রায় ৫/৬ লাখ টাকা। প্রমোদ চন্দ্রের তিন মেয়ের পক্ষে মামলা চালিয়ে যাচ্ছেন শম্ভুর খালার স্বামী বরদা দেবনাথ।
ছেলেকে হারানোর পর প্রমোদ দেবনাথ মেয়ে লুকুছ রানী দেবনাথের ছেলে শম্ভু দেবনাথকে প্রায় ৯ বছর বয়সে নিজের কাছে নিয়ে আসেন। সেই ছোট শম্ভু কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত ছিলেন। থাকতেন নানার রেখে যাওয়া ভিটভূমিতে মেঝো খালা ও তার স্বামী পরিমল দেবনাথের পরিবারের সঙ্গে। ভূমি মূল্যবান হলেও কাঁচা ঘরে বসবাস তাদের। বাবার দেওয়া সম্পত্তির এক শতকও বিক্রি করেননি তারা। তারপরও ভূমির দখল কিভাবে নেওয়া হলো, সে প্রশ্ন থেকেই যায়।
ওই পরিবারে আরও আছেন পরিমল দেবের দশম শ্রেনী পড়ুয়া মেয়ে ও স্কুল পড়ুয়া ২ ছেলে।পেশায় বেত ব্যবসায়ী পরিমলের পরিবার দেখাশোনা করতেন শম্ভু। পড়ালেখার পাশাপাশি বটেশ্বর বাজারে আছে ফ্ল্যাক্সি ও চায়ের দোকান। তার দোকান ও বাড়িতে চুরি হয়েছে কয়েকবার। মূলত; সম্পত্তি ও পরিবারের ঢাল হয়েছিলেন শম্ভু দেবনাথ। অবশেষে মামার মতো তাকে নিখোঁজ হতে হলো।যদিও মামার সন্ধান না মিললেও মরদেহ মিলেছে সম্ভুর।
শম্ভুর বাবা শৈলেস দেবনাথ ও মা লুকুছ রানী দেবনাথ বলেন, জমি নিয়ে বিরোধ থেকে তাদের ছেলেকে হত্যা করা হতে পারে, এমনটি অনুমান করছেন তারা।
নিহতের ভাই শম্ভু হত্যা মামলার বাদি সত্যানন্দ দেবনাথ বলেন, তারা ৪ ভাইয়ের মধ্যে শম্ভুর অবস্থান ৩ নম্বর। প্রায় ৯ বছর বয়স থেকে সে নানা বাড়িতে বড় হয়েছে। মামা নিখোঁজ হয়েছেন প্রায় ২২ বছর আগে। তবে ভাইয়ের হত্যার জন্য কাউকে নির্দিষ্টভাবে দায়ী না করলেও জায়গার বিরোধকে বড় করে দেখছেন তিনিও।
নিহত শম্ভুর খালু পরিমল দেবনাথ বলেন, শম্ভু নিখোঁজের ১০/১২দিন আগে তিনি দিরাই যান বেত কিনে আনতে। সেখানে বেতের ব্যবসা্ করেন। খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। যেদিন হাওরে অজ্ঞাত মরদেহ মিলে। সেদিন তিনি ও সত্যানন্দ ঘটনাস্থলে যান। কিন্তু লোকজনের ভীড় বেশি হওয়া পুলিশ মরদেহ দেখতে দেয়নি, তাড়িয়ে দিচ্ছিল। তাছাড়া ডালিমের পরিবার মরদেহ সনাক্ত করেছে, তাই তারা ফিরে আসেন। পরবর্তীতে ডালিমের মরদেহ উদ্ধারের পর জানতে পারেন, হাওর থেকে উদ্ধারকৃত মৃতদেহটি শম্ভুরই ছিল।
তিনি বলেন, ওইদিন সকাল ৮টার দিকে গরু হাওরে দিয়ে ঘাস কাটতে যাওয়ার কথা ছিল। এভাবে সে প্রায় দিনই গরুর খাবারের জন্য ঘাস কেটে নিয়ে আসতো। এলাকার সবাই তাকে আমার ছেলে জানতো। তার সন্তানদেরও সে বড় করেছে, তাকে কখনো পর করে দেখিনি। তাছাড়া তার কোনো বাজে অভ্যাসও ছিল না। কে বা কারা তাকে হত্যা করলো, তাও তিনি জানেন না। নিখোঁজের পর তিনি থানায় সাধারণ ডায়েরীও করেছেন।
এদিকে, শম্ভু দেবনাথ হত্যার ঘটনায় বেশ কিছু কারণ সামনে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। শম্ভু হত্যায় কারা লাভবান হতে পারেন, বা তার কোনো লেনদেন, প্রেমঘটিত বিষয়, পরকীয়া, ঝগড়া, পূর্ব শত্রুতার বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সুপার ফরিদ উদ্দিন উর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে দু’টি টিম বানিয়ে দিয়েছেন ঘটনার তদন্তে। হত্যাকাণ্ডের ঘটনায় ক্লু উদঘাটনে ডিবির টিমও কাজ করছে।
পুলিশের সিলেটের অতিরিক্ত সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, শম্ভু হত্যার রহস্য বের করতে পুলিশ রাতদিন কাজ করে যাচ্ছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারী কারা খোঁজে বের করতে একটু সময় লাগছে। অবশ্য খুব তাড়াতাড়ি আমরা এর কিনারা করতে পারবো, আশাবাদি।