বিয়ানীবাজার সংবাদ

অভিবাসীদের ভূমধ্যসাগরে ভাসিয়ে দিতো মামা-ভাগনে, চলতো নির্যাতন

নিউজ ডেস্কঃ কথায় আছে ‘মামা-ভাগনে যেখানে আপদ নেই সেখানে।’ তবে বিপত্তি ঘটলো র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর একটি অভিযানে। বিদেশ পাঠানোর নামে প্রতারণা ও লোকজনদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে মামা-ভাগনেসহ তিন জনকে গ্রেফতারের পর মানবপাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গ্রেফতার ব্যক্তিরা হলো—মামা রাজু আহমেদ রাজ্জাক (৪৮), ভাগনে আমিনুল ইসলাম (২০) এবং তাদের আরেক আত্মীয় মতলব আলী (৪২)। তারা মামা-ভাগনে মিলে রাজধানীর খিলক্ষেতে ‘মামা ভাগিনা রিক্রুটিং এজেন্সি’ ও ‘মামা ভাগিনা ট্রাভেল এজেন্সি’ পরিচালনা করতো।

র‌্যাব বলছে, দেশের বিভিন্ন জায়গা থেকে এজেন্টের মাধ্যমে ইতালি, লিবিয়া, দুবাই, সৌদি আরবসহ বিভিন্ন জায়গায় পাঠানোর প্রলোভন দেখিয়ে নারী-পুরুষের কাছ থেকে পাঁচ-সাত লাখ টাকা করে আদায় করতো এই চক্র। শুধু তাই নয়, বিদেশ যাওয়া লোকজনের জিম্মি করে ভয়-ভীতি দেখিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে আদায় করা হতো বাড়তি টাকা। এভাবে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে তারা।

রাজধানীর খিলক্ষেত এলাকায় নামসর্বস্ব ‘মামা ভাগিনা ট্রাভেলস’ নামের এজেন্সিতে অভিযান চালিয়ে র‌্যাব জানতে পারে, ওই এজেন্সির আড়ালে চলছিল মানবপাচার। এ পর্যন্ত শতাধিক লোক বিদেশ যাওয়ার নামে তাদের প্রতারণার শিকার হয়েছেন। মামা ভাগিনা ট্রাভেল এজেন্সি কিংবা রিক্রুটিং এজেন্সির ছিল না কোনও লাইসেন্স। গত প্রায় পাঁচ বছর ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে এই প্রতারণা চালিয়ে আসছিল তারা।

এ চক্রের সদস্যরা মূলত লোকজনকে বিমানে পাঠানোর কথা বলে লিবিয়াসহ আশপাশের বিভিন্ন দেশে সমুদ্র পথে পাঠাতো। পরে সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে পাঠানো হতো। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য জাহাজ কিংবা বোটগুলো তারা নিজেরাই ভাড়া করতো। লিবিয়া যাওয়ার পর যখন ভূমধ্যসাগরের বিষয়টি আঁচ করতে পারতো তখনই ভুক্তভোগীরা দেশে ফিরে আসার জন্য এজেন্টের লোকজনদের জানাতো। এর পর তাদের ওপর নেমে আসতো অমানসিক নির্যাতন। শুধু নির্যাতনই নয়, নির্যাতনের ভিডিও দেখিয়ে এবং ফোনে কথা বলে পরিবারের কাছ থেকে আদায় করা হতো বাড়তি টাকা।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘মামা ভাগিনা’ নামক ট্রাভেল এজেন্সির মালিক রাজু আহমেদ রাজ্জাকের নেতৃত্বে চলে আসছিল এজেন্সির কার্যক্রম। প্রতিষ্ঠানটিতে সহায়তা করতো তার ভাগনে মো. আমিনুল ইসলাম এবং মতলব আলী। অভিযান পরিচালনার সময় তিন জনকে গ্রেফতার করলেও এই চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে।

গ্রেফতার ব্যক্তিরা র‌্যাবকে আরও জানিয়েছে, ইতালি, সৌদি আরব, দুবাই তাদের লোকজন রয়েছে। তাদের মাধ্যমেই তারা দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন সংগ্রহ করে বিভিন্ন দেশে পাঠাতো। অনলাইনের একটি প্রতিষ্ঠানের আড়ালে রাজধানীর খিলক্ষেতে এ ধরনের অপতৎপরতা চালিয়ে আসছিল তারা। প্রতারণার বিষয়টি যেন কেউ আঁচ করতে না পারে সে কারণে তারা দুই-এক মাস পরপর অবস্থান পরিবর্তন করতো। রাজধানীর বিভিন্ন জায়গায় তারা বাসা ভাড়া নিয়ে অফিস পরিচালনা করতো।

র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভূমধ্যসাগরে জাহাজ কিংবা বোটের মাধ্যমে পার করে লিবিয়া, ইতালি, ও দুবাইয়ে লোকজন পাঠাতো তারা। জাহাজ কীভাবে ভাড়া করতো কীভাবে লোকজনকে স্থানান্তর করা হতো— এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন ভুক্তভোগী আমাদের শরণাপন্ন হয়েছে। এ চক্রটি এখন পর্যন্ত কী পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করতে পারলে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে।’

Back to top button