বড়লেখা

বড়লেখায় বন্ধুরা বিয়েতে সয়াবিন তেল উপহার দিয়ে চমকে দিলেন বরকে (ভিডিও)

বড়লেখা প্রতিনিধিঃ বিয়ের অনুষ্ঠানে কিংবা বৌভাতে গিয়ে নতুন জামাই এবং বউকে অতিথিরা নানা উপহার দেন৷ শাড়ি, পাঞ্জাবি, গহনা, টাকাসহ আরও নানান উপহার দিয়ে থাকেন আমন্ত্রিত অতিথরা। কিন্তু সয়াবিন তেল অন্তত কেউ দেননা৷ কেউ দিয়েছে বলেও অতিতে কখনও শোনা যায়নি৷ তবে এমনই এক মজার কাণ্ড ঘটেছে সৌদি প্রবাসী সমছ উদ্দিনের বৌভাতে ।

সোমবার মৌলভীবাজারের বড়লেখায় সোনাতলা গ্রামের আব্দুল হামিদের তৃতীয় ছেলে সমছ উদ্দিনের বিয়ের অনুষ্ঠানের বৌভাতে ৩ লিটার বোতলজাত সয়াবিন তেল উপহার দিয়েছেন তার বন্ধু শেখরুল ইসলাম। এসময় সমছ উদ্দিনের বন্ধুরা তার হাতে সয়াবিন তেলের বোতল তুলে দেন। তিনিও হাসিমুখে সেটি গ্রহণ করে ঘরে নিয়ে যান।

এ বিষয়ে শেখরুল ইসলাম বলেন, দেশে যে হারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে এই সয়াবিন তেল দেওয়াটা তেলের দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদ বলেও জানান এই অভিনব উপহার দাতা।

সমছ উদ্দিন বলেন, তেলের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ চরম বিপাকে পড়েছেন৷ আয়ের একটি অংশ তেল কিনতে চলে যাচ্ছে। বন্ধুদের এই তেল উপহার দেওয়াকে আমি তেলের দাম বৃদ্ধি সিন্ডিকেটের বিরুদ্ধে একটি প্রতিবাদ বলে আমি মনে করি৷

Back to top button