সিলেট

সিলেটে প্রেমের খেসারত

ওয়েছ খছরুঃ সিলেটে যুবক সাকেলের প্রেমের জালে পড়ে অন্তঃসত্ত্বা এলি বেগম। গর্ভে থাকা ৯ মাসের সন্তানের পিতার পরিচয়ের জন্য নেমেছেন আইনি লড়াইয়ে। টাকার বিনিময়ে এলিকে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু মানেনি তিনি। চান সন্তানের স্বীকৃতি। মামলা দায়েরের পর আরও বেপরোয়া হয়ে উঠেছে সাকেল আহমদের পরিবার। তারা দিচ্ছে প্রাণনাশের হুমকিও। এ কারণে অন্তঃসত্ত্বা এলির বড় বোন সোহানা পারভীন পপি থানায় জিডি করেছেন।

ঘটনাটি সিলেট শহরতলীর সুরমা গেট এলাকায়। মামলা দায়েরের পর ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। পুলিশ খুঁজছে ঘটনার নায়ক সাকেল আহমদকে। এলি বেগমের বাড়ি শাহপরানের সুরমা গেটের পার্শ্ববর্তী খিদিরপুর গ্রামে। আর সাকেল আহমদের বাড়ি সুরমা গেটের আলীবাগ গ্রামে।

গত ৫ই মার্চ এলি বেগম বাদী হয়ে সুরমা গেটের মোটরসাইকেল মেকানিক সাকেলকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলা এজাহারে এলি বেগম জানিয়েছেন- তার বড় বোন পপি বেগমের স্বামীর বাড়ি আলীবাগ গ্রামে। দুলাভাই হেলাল আহমদ চাকরি সূত্রে বরিশালে বসবাস করেন। এ কারণে এলি বেগম বড় বোনের বাড়িতে বসবাস করেন। বোনের ছেলে মেয়েদের প্রায় সময় স্কুলে নিয়ে আসা করেন। এই সুযোগে বছর খানেক আগে একই গ্রামের নুর মিয়ার ছেলে সাকেল আহমদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক স্থাপনের পর সাকেল আহমদ প্রায় সময় এলি বেগমের কাছে দৈহিক সম্পর্কের আবদার করে। কিন্তু এতে রাজি হয়নি এলি। গত বছরের ১৫ই মে এলি বেগম তার বোনের বাসাতে একা ছিল। ওই দিন সন্ধ্যা ৭ টার দিকে সাকেল ওই বাসাতে আসে। বড় বোন পপি ও তার বড় সন্তান বাসায় না থাকায় সাকেল আহমদ প্রেমিকা এলির সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে সাকেল আহমদ জোরপূর্বক ধর্ষণও করে। এলি মামলার এজাহারে জানান- ঘটনাকালীন সময়ে তিনি তার ও পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে চিৎকার করেননি। ঘটনার পর এলিকে দ্রুততম সময়ের মধ্যে বিয়ে করবে বলে সাকেল আশ্বস্ত করে এবং ঘটনাটি কাউকে না জানাতে অনুরোধ করে।

এলি জানিয়েছেন- সাকেলের কথায় বিশ্বাসী হয়ে তিনি কাউকে বিষয়টি জানাননি। ওই ঘটনার পর থেকে সাকেল প্রায় সময় তার বড় বোন পপির অনুপস্থিতিতে বাসাতে আসতো এবং বিয়ের আশ্বাসে তাকে ধর্ষণ করতো। এদিকে- গত আগস্ট মাসে এলি বুঝতে পারেন তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তখন বিষয়টি তিনি প্রেমিক সাকেলকে অবগত করেন। এ সময় সাকেল গর্ভপাত করানোর পর এলিকে নানা ভাবে চাপ প্রয়োগ করে। কিন্তু এতে পপি রাজি না হওয়ায় বিয়ের আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ ও টালবাহানা করে। এদিকে- সাকেলের প্রতারণার বিষয়টি স্পষ্ট হওয়ার পর এলি বিষয়টি অবগত করেন তার বড় বোন পপি ও পরিবারের সদস্যদের। ঘটনা শুনে এলির পরিবারের সদস্যরা সাকেলের পিতা নুর মিয়াকে অবগত করেন। সাকেলের পিতা ও পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠক হয়। এলির পরিবারের লোকজন জানান- সালিশে টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চালায় সাকেলের পরিবার। কিন্তু এতে রাজি হননি এলি। তিনি তার সন্তানের পিতৃ পরিচয় দাবি করেন। ফলে সালিশের মাধ্যমে ঘটনাটির সমাধান না হওয়ায় গত ৫ই মার্চ হযরত শাহপরান (রহ.) থানায় সাকেলের বিরুদ্ধে এজাহার দাখিল করেন এলি বেগম। পুলিশ প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় এজাহার গ্রহণ করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার এস আই সারোয়ার হোসেন জানিয়েছেন- মামলা দায়েরের পর থেকে আসামি ধরতে পুলিশ অভিযানে রয়েছে। সে এলাকায় নেই। তাকে গ্রেপ্তারে সোর্স নিয়োগ করা হয়েছে। তিনি বলেন- আসামি গ্রেপ্তারের পর ডিএনএ টেস্ট করা হবে। এরপর মামলার তদন্ত রিপোর্ট দ্রুততম সময়ে আদালতে দাখিল করা হবে। এদিকে- এ মামলা তদন্তকালীন সময়ে এলির বড় বোন পপি গত শনিবার শাহপরান (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই ডায়েরিতে পপি উল্লেখ করেন- শাহপরান বাইপাসে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠান থেকে আসার পথে বাইপাস পয়েন্টে তার গতিরোধ করে সাকেলের পিতা নুর মিয়া ও ভাই ফয়সল আহমদ। সাকেলের বিরুদ্ধে মামলা দায়ের করায় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে মামলা তুলে না নিলে সাকেলের ভাই ফয়সল পপিকেও ধর্ষণের হুমকি দেয়। এ সময় তারা তাকে সিএনজি অটোরিকশাতে জোরপূর্বক তোলার চেষ্টা করে। পপি জানান- সিএনজিতে তুলতে ব্যর্থ হয়ে নুর মিয়া ও তার ছেলে ফয়সল তাকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান পপি বেগম।

গতকাল সোহানা পারভীন পপি জানিয়েছেন- ‘তার বোনকে সাকেল একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেছে। এতে তার বোন এলি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। এলাকার সবাই বিষয়টি জানেন। কিন্তু নুর মিয়া প্রথমে এলিকে পুত্রবধূ করে গড়ে তুলতে রাজি হলেও কয়েকজন লোকের প্ররোচনায় পড়ে এখন তিনটি জীবন নষ্ট করে দিচ্ছেন। একইসঙ্গে আমাকেও হুমকি দিচ্ছেন। আমরা আইনি লড়াই চালিয়ে যাবো। এভাবে প্রভাব খাটিয়ে কেউ সত্যকে মিথ্যা করতে চাইলে আমরা ছেড়ে দেবো না। কারণ- এলি’র সঙ্গে সাকেলের প্রেমের একাধিক প্রমাণ তাদের হাতে রয়েছে।’

তবে- সাকেলের পিতা নুর মিয়া গতকাল জানিয়েছেন- সাকেল তার কাছেই রয়েছে। পুলিশ চাইলে তিনি তুলে দেবেন। ডিএনএ টেস্টে এলির গর্ভের সন্তানের জন্মদাতা তার ছেলে হলে তিনি অবশ্যই স্বীকৃতি দেবেন। নতুবা তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান। এ ছাড়া পপিকে মারধর ও হুমকি দেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

Back to top button