সিলেটে ৫ দিন ধরে ট্রাভেল ব্যবসায়ী নিখোঁজ

টাইমস ডেস্কঃ সিলেটের জাহাঙ্গীর খাঁন রাজু (৩১) নামে ট্রাভেল ব্যবসায়ী গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছে পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রাজু। ৯ মার্চ পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
ব্যবসায়ী রাজু ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউপির ব্রাহ্মণশাসন (বারিগাঁও) গ্রামের মৃত আব্দুল গফুর খানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সিলেট নগরীরর বন্দরবাজারে রংমহল টাওয়ারে শাহপরান ট্রাভেলস ও ওসমানীনগরের দয়ামীরবাজারের ডিএম টাওয়ারে শাহ জালাল ট্রাভেলস নামে দুটি ট্রাভেলস রয়েছে রাজুর। ১৫ বছর ধরে তিনি এ ব্যবসার সঙ্গে জড়িত।
প্রায় আট মাস আগে রাজু সিলেট নগরীর বন্দরবাজারের সুরমা টাওয়ারের মুন্নি ট্রাভেলসের মালিক কুমিল্লা লাকসামের বাসিন্দা মো. ইসমাইলের ছেলে মিজানুর রহমানের সঙ্গে সৌদি আরবে কয়েকজন লোক পাঠানোর বিষয়ে যোগাযোগ করেন।
এ ট্রাভেলসের মালিক মিজানকে সাতজন ব্যক্তির সাতটি পাসপোর্ট এবং সাড়ে সাত লাখ টাকা সৌদি আরব ভিসা প্রসেসিংয়ের জন্য দেন।
কিছুদিন পর রাজুসহ আরও অনেকের টাকা নিয়ে আত্মগোপনে চলে যান মিজান। নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও পাওনা টাকা উদ্ধার করতে পারেননি রাজু।
এ বিষয়ে রোববার দুপুরে নিখোঁজ রাজুর বাড়িতে গেলে তার ছোট ভাই মো. খালেদ খান বলেন, ‘৮ মার্চ মিজানুর রহমান বিভিন্ন নম্বর থেকে আমার ভাইকে মোবাইলে কল করে জানান ঢাকায় গেলে পাসপোর্ট ও কিছু টাকা ফেরত দেবে। মিজানের মুন্নি ট্রাভেলস নামে ঢাকায় আরেকটি ট্রাভেলস রয়েছে। মিজানের কথা মতো ৮ মার্চ রাত ১১টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন আমার ভাই। ৯ মার্চ সন্ধ্যার পর আমার ভাবির সঙ্গে শেষ কথা হয়। তিনি ঢাকা পৌঁছেছেন বলে জানান। এরপর থেকে ভাইয়ের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। পাঁচদিনেও আমার ভাইয়ের কোনো সন্ধান পাচ্ছি না।’
এ ঘটনায় মিজানুর রহমানকে আসামি করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছি বলে জানান তিনি।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, ‘ঘটনাটি সিলেট ও ঢাকার। নিখোঁজ ব্যক্তির বাড়ি আমার থানা এলাকায় হওয়ায় মানবিক দিক বিবেচনায় অভিযোগটি গ্রহণ করেছি। নিখোঁজের ভাইকে সিলেট থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।’