সিলেট

তুরস্ক থেকে ফেরার পথে বিমানে হঠাৎ অসুস্থ পররাষ্ট্রমন্ত্রী, হাসপাতালে ভর্তি

টাইমস ডেস্ক তুরস্ক থেকে বাংলাদেশে আসার পথে বিমানে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় সিএমএইচে ভর্তি করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেনকে। রবিবার (১৩ মার্চ) তুরস্ক থেকে বাংলাদেশে আসার পথে তিনি বিমানের মধ্যে অসুস্থবোধ করেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়

মন্ত্রীর অসুস্থতার কথা নিশ্চিত করেছেন তার ব্যাক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।

সম্প্রতি ডিপ্লোম্যাসি ফোরাম ২০২২-এ যোগ দিতে তুরস্ক সফরে গিয়েছিলেন তিনি।

জানা যায়, তুরস্ক থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক থেকে আসার পথে বিমানে শিডিউল বিপর্যয়ে পড়েন পররাষ্ট্রমন্ত্রী। তার নিয়মিত ঘুম হয়নি। তুরস্কে ঠান্ডা ছিল, দুবাইয়ে তাপমাত্রা বেশি ছিল, এসব কারণে তিনি অসুস্থতাবোধ করেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

শারীরিক সুস্থতার জন্য সিলেটবাসীর কাছে দোআ চেয়েছেন পররাষ্টমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত সোমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখান থেকে তুরস্কে দ্বিতীয় অ্যান্তলিয়া ডিপ্লোমেসি ফোরামের এক গোলটেবিল বৈঠকে যোগ দিতে শুক্রবার আমিরাত থেকে আঙ্কারায় পৌঁছান ড. মোমেন।

Back to top button