সিলেট

দীর্ঘদিন পর সিলেটে আসছেন সাবেক অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রায় দুই বছর পর ব্যক্তিগত সফরে সিলেটে আসছেন সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মাল আব্দুল মুহিত।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেট পৌঁছাবেন তিনি

বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আব্দুল মুহিতের ছেলে ও সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত।

তিনি বলেন- দীর্ঘদিন ধরে সিলেটে আসার ইচ্ছাপোষণ করছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কিন্তু উনার শারীরিক অবস্থা ও করোনা পরিস্থিতির কারণে তাঁকে নিয়ে সিলেটে আসা হচ্ছিল না। এখন উনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় চারদিনের সফরে সিলেট আসছেন তিনি।

এবারের সফরে সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে সাক্ষাৎ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠান ও দলীয় নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ করবেন তিনি।

এদিকে, সাবেক অর্থমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।

Back to top button