মৌলভীবাজার

মৌলভীবাজারে প্রবীণ সাংবাদিক ও আইনজীবী জিলার আর নেই

নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলা বারের সাবেক জিপি ও প্রবীণ সাংবাদিক আবুল কালাম জিলা আর নেই। মঙ্গলবার গভীর রাতে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়বেটিস ও কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

বুধবার বিকাল ৩টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকালে সদর উপজেলার কদমহাটা এলাকার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা হবে।

আবুল কালাম জিলা মৌলভীবাজার জেলার একজন সিনিয়র আইনজীবী এবং প্রবীণ সাংবাদিক। তিনি দীর্ঘদিন দৈনিক খবর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তি জীবনে তিনি নির্লোভ, নিরংহকার এবং অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন। আবুল কালাম জিলার মৃত্যুর সংবাদে শহর ও জেলার আইনজীবী ও সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

আগামীকাল বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা আদলতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে বলে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন মজনু নিশ্চিত করেন।

Back to top button