বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শনে ভয়েস ফর গ্লোবাল জাস্টিসের প্রেসিডেন্ট ড. হাসানাত

বিয়ানীবাজার টাইমসঃ প্রবাসীদের অর্থায়নে গঠিত বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন খ্যাতিমান পদার্থবিদ যুক্তরাজ্যের বাঙ্গালী কমিউনিটির অন্যতম নেতা ও বিশ্ব ব্যাপী পরিচালিত মানবিক সংগঠন ‘ভয়েস ফর গ্লোবাল জাস্টিসের প্রেসিডেন্ট ড. হাসানাত মোহাম্মদ হোসাইন (এমবিই)। শনিবার (১৪জুন) সকালে তিনি হাসপাতাল পরিদর্শনে আসলে হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালের হলরুমে সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতালের সিইও এন্ড এমডি মোহাম্মদ সাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাসানাত মোহাম্মদ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মেজর জেনারেল (অব) মো: আজিজুর রহমান বীর উত্তম, সাবেক সিভিল সার্জন ও বিবিসিজিএইঞ্মেচের মেডিকেল এডভাইজার ডাঃ ফয়েজ আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক সাহিদা হাসানাত এবং মিসেস নাঈম ফাতেমা।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন সার্বিক সেবা কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। তারা বলেন, এই প্রতিষ্ঠানের মানবিক সেবা কার্যক্রম যে গতিতে অগ্রসর হচ্ছে, কোন বাধাই এই প্রতিষ্ঠানের কাঙ্খিত লক্ষ্য অর্জনকে ব্যহত করতে পারবে না।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই হাসপাতালের কাঙ্খিত লক্ষ্য অর্জনে সরকারি – বেসরকারি সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে হাসপাতালের চলমান চিকিৎসা সেবা কার্যক্রমের উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রদর্শন করা হয় এবং শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, অত্র হাসপাতালের অন্যতম ট্রাস্টি এড. জাহিদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো: আব্দুল কুদ্দুস, সাহেদ আহমদ, গণ মাধ্যম ব্যক্তিত্ব আহমেদ ফায়সাল, তোফায়েল আহমেদ, শহীদুল ইসলাম সাজু, এহসান খোকন, জয়নুল ইসলাম প্রমূখ। আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি সিইও আল মামুনুর রশিদ, কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, কোর্ডিনেটর জাকির হোসেন খান, ইনচার্জ ডা: কাওসার রহমানসহ হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।