বড়লেখা

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির ৫ শাখা কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা

বড়লেখা প্রতিনিধি : মণিপুরী ছাত্র সমাজের বৃহত্তম সংগঠন বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর বড়লেখা, জুড়ী ছোটধামাই, বরইতলী, কুলাউড়া নলডরি ও সিলেট শাখা কমিটির অভিষেক ও সাংস্কৃতির সন্ধ্যা শুক্রবার বিকেলে জুড়ী উপজেলার ছোটধামাই শিল্পকলা একাডেমি ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত অভিষেক অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দকে ঐতিহ্যবাহী মণিপুরী শাল উপহার দিয়ে বরণ করা হয়।

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির সহসভাপতি অভিষেক সিংহের সভাপতিত্বে ও প্রহল্লাদ সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা। বিশেষ অতিথির বক্তব্য দেন বামছাস কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা কেএইচ বীরেন সিংহ, অইেবম রনজিত সিংহ, এল নন্দলাল সিংহ, এম উত্তম সিংহ রতন, কেন্দ্রিয় কমিটির সভাপতি বিকি সিংহ, ছোটধামাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ভাগ্য সিংহ, যুবলীগ নেতা অতল কৃষাণ সিংহ। স্বাগত বক্তব্য দেন বরইতলী শাখা কমিটির সভাপতি খোঙজেল সিংহ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বামছাস’র নবনির্বাচিত বড়লেখা শাখা কমিটির সভাপতি উৎপল সিংহ, জুড়ী ছোটধামাই শাখার সভাপতি মাইসনা দেবী, সিলেটের সভাপতি রিমন সিংহ।

Back to top button