বিয়ানীবাজারে টিসিবির পণ্য কিনতে মধ্যবিত্তরাও লাইনে দাঁড়িয়ে, খুচরা বাজারে দ্রব্য মূল্য অতিরিক্ত!

জুবায়ের আহমদঃ বৃহস্পতিবার তখন বিকেল ৪ টা বেজে ১০ মিনিট। বিয়ানীবাজার পৌরশহরের পোষ্ট অফিস রোডের সামনে টিসিবি পণ্য কেনার জন্য লম্বা লাইন। তখন লাইনে নিম্ন বিত্ত থেকে শুরু মধ্য বিত্ত পরিবারের ও অনেক মানুষ। টিসিবির পণ্য কেনার জন্য পুরুষ মহিলার জটলায় টিসিবির পন্য বিক্রেতারা ও যেন তখন হাফিয়ে উঠেছিলেন।
টিসিবির পণ্য কিনতে সাধারণ মানুষের এতো লম্বা লাইন কেন। আমরা কাছে গিয়ে তা জানার চেষ্ঠা করি। তখন সাধারণ মানুষের দাবী বাজারে দ্রব্য মূল্যের অতিরিক্ত দাম তাই টিসিবির পণ্য একটু সস্থা হওয়ায় এখানে এসেছেন, পণ্য কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক মধ্যবিত্ত পরিবারের একমাত্র যোগান দাতা জানান বাধ্য হয়েছে টিসিবির পণ্য কেনার জন্য লাইনে দাড়িয়েছেন। খুচরা বাজারে প্রতিনিয়ত বাড়ছে দ্রব্যের দাম। এদিকে আয় রোজগার কমেছে আগের থেকে। ছেলে মেয়েদের লেখা-পড়ার খরচ দিয়ে সব শেষে তাদের কাছে পরিবার চালানো যেন এখন কঠিন হয়ে পড়েছে। সেজন্য সব সঙ্কোচ ভুলে লাইনে দাড়িয়েছেন
শুধু নিম্ন বিত্তের নয় মধ্য বিত্তের ও অনেক মানুষ ছিলেন তখন লাইনে। টাইমস টিভির ক্যামেরা দেখে নিজেদেরকে আড়াল করার চেষ্ঠা করেন অনেকে, আবার অনেকেই অনুরুধ জানান তাদের ভিডিও ফুটেজ ডিলিট করার জন্য। কেউ কেউ লজ্জ্বা ভুলে কথা বলেছেন ক্যামেরায়
ডিলার সালেহ আহমদ বাবুল জানান ২ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ২ কেজি ডাল এবং ২ কেজি চিনি টিসিবির পণ্য বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। খুচরা বাজারে যার মূল্য আরও বেশী। তাইতো পরিবারের মুখে আহার তুলে দিতে লজ্জা ভুলে লাইনে দাড়িয়েছেন অনেকেই। প্রত্যেকের মধ্যে প্রতিযোগীতা শুরু হয়েছে কে কার আগে পণ্য গ্রহণ করবেন।