গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে বসতঘরে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক- সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের ফয়েজ মাস্টার ও তার ভাই আব্দুল আজিজের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বুধবারীবাজার ইউনিয়নের বানীগাজি গ্রামের ফয়েজ মাস্টারের বসতঘরে হঠাৎ বিদ্যুতের শকট সার্কিট থেকে আগুন লেগে যায়। কিছু বুঝে উঠার আগেই আগুন পুরো ঘরের আসবাবপত্র পুড়িয়ে ফেলে।

এক পর্যায়ে ফয়েজ মাস্টারের ভাই আব্দুল আজিজের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আব্দুল আজিজের বসত ঘর কিছুটা রক্ষা পেলেও ফয়েজ মাস্টারের পুরো ঘরের আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।

গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার লিয়াকত আলী আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুতের শকট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি।

Back to top button