বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে স্কুল শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান কামনা

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার থেকে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৯ জানুয়ারি উপজেলার মুড়িয়া ইউনিয়নের বাগন এলাকা থেকে বিয়ানীবাজারে আসার কথা বলে এক সহপাঠির সাথে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

নিখোঁজ শিশু আলাল হোসেন (১১) এর পিতা আপ্তাব উদ্দিন বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়রি করেছেন (ডায়রি নং ৩১/১/২২-১৫৭১)। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর এলাকায়। দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বাগন এলাকায় বসবাস করছেন।

নিখোঁজ শিশু আলালের গায়ের রঙ ফর্সা, পরনে ছিল লাল পাঞ্জাবি ও প্যান্ট এবং উচ্চতা ৩ফুট ৪ইঞ্চি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। ছেলের সন্ধান পেতে তার পিতা সমাজের সবশ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন। কেউ সন্ধান পেলে ০১৭০৫৬৪২৯২৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আপ্তাব উদ্দিন।

Back to top button