বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় ৩ দিনের ইজতেমায় প্রশাসনের নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় তাবলিগ জামাতের তিন দিনের ইজতেমায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

জেলাপর্যায়ে তিন দিনের ইজতেমা উপলক্ষে উপজেলার কাঁঠালতলীতে গত ১৫ দিন ধরে প্রস্তুতি চলছিল। বৃহস্পতিবার ফজর নামাজের পর শুরু করে শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল এ ইজতেমা।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন এক জরুরি সভায় ‘অস্বাভাবিক জনসমাগমে সরকারি নির্দেশনা নেই’ জানিয়ে আয়োজকদের ইজতেমা স্থগিতের নির্দেশ দেয়।

জেলা ও স্থানীয় তাবলিগ জামাতের দায়িত্বশীলরা এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন।

সর্বশেষ ২০১৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডে ইজতেমা হয়। গত দুই বছর করোনার কারণে ইজতেমা হয়নি।

আয়োজকরা এবার জেলা পর্যায়ের ইজতেমা বড়লেখায় আয়োজনের সিদ্ধান্ত নেয়। পাঁচ হাজার মুসল্লি সমাগমের লক্ষ্যে গত ১৫ দিন ধরে কাঁঠালতলী বাজারসংলগ্ন মাঠে ইজতেমার প্রস্তুতি চলছিল।

বড় ধরনের জনসমাগমের প্রস্তুতি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী মঙ্গলবার দুপুরে ইজতেমার আয়োজকদের নিয়ে তার কার্যালয়ে মতবিনিময় করেন।

সভায় করোনাভাইরাস সংক্রমণ সংক্রান্ত বিধিনিষেধের নির্দেশনা অনুযায়ী ইজতেমা আয়োজনে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, ইজতেমা আয়োজন একটি ভালো উদ্যোগ। কিন্তু আমাদের কাউকেই সরকারি নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই। ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১০০ জনের বেশি জনসমাগমের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ সময়ের মধ্যে আয়োজকদের ইজতেমা আয়োজনে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

Back to top button