জৈন্তা
জৈন্তাপুরে ৯৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক- সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে র্যাব ৯৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তার নাম মো. আল আমিন (২০)। আমিন কানাইঘাট উপজেলার বড়বন গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
র্যাব-৯ (স্পেশাল কোম্পানী) ইসলামপুরের একটি আভিযানিক দল বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় জৈন্তাপুর থানার বড়গলি দরবস্ত বাজার অভিযান চালায়।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জৈন্তাপুর থানায় মামলা হয়েছে।