বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনার থাবা, দুইমাস পরে আক্রান্ত ৩

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে দীর্ঘ ২ মাস আবারো ধরা পড়লো করোনা আক্রান্ত রোগী। সোমবার (১০ জানুয়ারি) বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আবু ইসহা আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

এনিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫৬০ জনে।

ডাঃ আবু ইসহাক আজাদ আরও জানান, মধ্যের দুইমাস করোনা আক্রান্ত কোনো রোগী বিয়ানীবাজারে সনাক্ত হয়নি। তবে সারাদেশের ন্যায় বিয়ানীবাজারে আবারও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে যা অবশ্যই শংকা বাড়াচ্ছে। তিনি বলেন, এখন স্বাস্থ্যবিধি মেনে সচেতন হয়ে চলার বিকল্প নেই।

এদিকে, করোনা শনাক্তের হার দেশে বাড়লেও স্বাস্থ্যবিধি না মেনে সাধারন মানুষ অসচেতনভাবে চলাফেরা করছে। মাস্কের ব্যবহার নাই বললেই চলে। স্বাস্থ্য সচেতনতা না বাড়লে বিয়ানীবাজারে করোনা শনাক্তের পরিমান বাড়বে বলে ধারনা স্বাস্থ্যবিধদের।

Back to top button