বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার পৌরশহরে কিছু টাকা পাওয়া গেছে!
বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিন বাজারে ইসলামী ব্যাংকের সামনে বিয়ানীবাজার – বারইগ্রামের রাস্তায় কিছু টাকা পাওয়া গেছে। এই জায়গায় কারো টাকা হারিয়ে গেলে টাকার সঠিক তথ্য দিয়ে নিম্নোক্ত নাম্বার বা ঠিকানায় যোগাযোগ করে টাকা সংগ্রহের জন্য জানানো যাচ্ছে।
দক্ষিন বাজারস্থ ইসলামী ব্যাংকের বিপরীত পার্শ্বে অবস্থিত জহির ফার্মেসীর মালিক জহির আহমদ জানান, গত বৃহস্পতিবার বিকালে তার ফার্মেসী সামনে কিছু টাকা পাওয়া যায়, স্থানীয় ভাবে অনেক খোজা খোজি করে টাকার সঠিক মালিককে এখোনো খুজে পাওয়া যায়নি। তাই কেউ যদি টাকা হারিয়ে থাকেন তাহলে তার ফার্মেসীর ঠিকানায় যোগাযোগের অনুরোধ জানান তিনি।
যোগাযোগের ঠিকানা, জহির ফার্মেসী, দক্ষিন বিয়ানীবাজার (ইসলামী ব্যাংকের বিপরীত পার্শ্বে)। মোবাইলঃ ০১৭১২ – ৩৯৯০৫৬