বিয়ানীবাজার সংবাদ
কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন স্ত্রী-ছেলেসহ করোনা আক্রান্ত
সোশ্যাল মিডিয়া ডেস্কঃ কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, বিয়ানীবাজারের কৃতি সন্তান সারওয়ার হোসেন স্ত্রী ছেলেসহ করোনা আক্রান্ত হয়েছেন। তিনি রাতে তার ফেসবুক আইডিতে কভিড পজিটিভের খবর নিজেই নিশ্চিত করেন।
তিনি তার স্ট্যাটাসে লিখেন,
কভিড-১৯ এর শুরু থেকে এলাকার রোগী, হাসপাতাল ও করবস্থান পর্যন্ত করোনার সঙ্গে ছিলাম কিন্তুু আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন। আল্লাহর ইচ্ছায় আজ স্ত্রী ও ছেলে সহ রিপোর্টে করোনা “পজিটিভ”। সবাই দোয়া করবেন। স্ত্রী ও ছেলের তুলনায় আমি অনেক ভালো আছি।