বিয়ানীবাজারে ৩ প্রার্থীর নির্বাচনে অনিয়মের অভিযোগ!

টাইমস ডেস্কঃ বিয়ানীবাজারে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও বিভিন্ন ইউনিয়নে অনিয়ম হয়েছে মর্মে অভিযোগ করেছেন ৩ প্রার্থী। রিটার্নিং অফিসারদের কাছে তারা লিখিত আপত্তি জানিয়ে অনিয়মের বিষদ বিবরণ তুলে ধরেন। অভিযোগকারী প্রার্থীরা প্রয়োজনে যথাযথ আদালতে মামলা দায়ের করবেন বলেও জানান।
জানা যায়, গত রবিবার বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হয়। এতে মুল্লাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ফলাফল পুণ:নিরীক্ষার আবেদন করেছেন প্রতিদ্বন্ধি প্রার্থী আবুল হাছানাত তাপাদার। সংশ্লিষ্ট রিটার্ণিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসারের কাছে দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ভোটগ্রহণ শুরু হলে স্ট্যাম্পপ্যাডে কালি না থাকায় অস্পষ্টভাবে ব্যালটে সিল মারতে থাকেন ভোটাররা। ৪নং ওয়ার্ডের ওইকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার তার প্রতিদ্বন্ধি বিজয়ী প্রার্থীর ভাইয়ের ঘনিষ্ট বন্ধু। এই সুবাধে তার এজেন্টদের সাথে নির্বাচন শুরুর পর থেকে খারাপ আচরণ করেন প্রিসাইডিং অফিসার। ভোট গণণাকালেও রহস্যজনক কারণে মোট প্রদেয় ভোট নিয়ে টালবাহানা শুরু হয়। এ সময় একাধিক কাগজেও প্রার্থী আবুল হাছানাত তাপাদারের স্বাক্ষর নেন প্রিসাইডিং অফিসার। পরবর্তীতে তারপ্রাপ্ত ভোট ২৪৫টির পরিবর্তে ২২৯টি দেখানো হয়। শুধু তাই নয়, বাতিলকৃত ভোটের অস্পষ্ট হিসাব দেখিয়ে
অন্যপ্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। অভিযোগে উল্লেখ করা হয়, তার প্রাপ্ত ভোট অন্য প্রার্থীর ব্যালটের সাথে মিশিয়ে পরিকল্পিতভাবে পরাজিত করা হয় আবুল হাছানাত তাপাদারকে। তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেয়া হয়েছে মর্মে তিনি পুণরায় ভোট নিরীক্ষার দাবী করেন।
এদিকে দুবাগের দু’টি কেন্দ্রে ভোট গণনায় অনিয়ম হয়েছে মর্মে ওই কেন্দ্রগুলোর ভোট পুণ:গণণার আবেদন করেছেন নৌকার প্রার্থী আব্দুস সালাম। সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার এবং কৃষি কর্মকর্তার কাছে প্রদেয় আবেদনে কেন্দ্রগুলোতে অনিয়মের তথ্য তুলে ধরা হয়।
তিলপাড়ার সদরপুর সরকারি প্রাথমিক বিদালয় কেন্দ্রে ভোট গণণায় অনিয়ম এবং জাল ভোটের মহোৎসব হয়েছে মর্মে অভিযোগ জানিয়েছেন সাধারণ সদস্য পদের প্রার্থী আনোয়ার হোসেন। ই্েছকৃতভাবে বৈধ ভোটকে অবৈধ বলে তার বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে মর্মে তিনি ওই কেন্দ্রের ভোট বাতিল চেয়ে আবেদন করেছেন।
এসব বিষয়ে রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান জানান, যথাযথ প্রক্রিয়ায় আবেদনগুলো যাচাই-বাছাই এবং আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।