বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৪ চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ থেকে বহিষ্কার

টাইমস ডেস্কঃ বিয়ানীবাজারের ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে চার চেয়ারম্যান পদপ্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
শনিবার সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন— কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুতিউর রহমান তুতা, মাথিউরা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম বাবুল, তিলপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিবেকানন্দ দাস এবং লাউতা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ গৌছ উদ্দিন।