বিয়ানীবাজারে ইউপি নির্বাচন, মাথিউরার আমানের সাথে ভোটযুদ্ধ হবে কছির আলীর

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বিয়ানীবাজারে ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন নির্বাচনী মাঠ সরগরম। এখানে বর্তমান চেয়ারম্যান শিহাব উদ্দিন তৃণমূলের ভোটে হেরে নিজের হ্যাটট্রিক জয়ের সুযোগ থাকা সত্বেও নিজ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তাই এই ইউপির নির্বাচনে বিয়ানীবাজারের সর্বস্তরের নজর থাকবে আলাদা করে।
এই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমান উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের কছির আলী এবং মোটর সাইকেল প্রতিকের প্রার্থী ময়নুল ইসলাম বাবুল। তিন প্রার্থীই ভোটারদের দ্বারে দ্বারে কর্মী সমর্থক নিয়ে ঘুরছেন, করছেন উঠান বৈঠক ও মতবিনিময় সভা।
অপেক্ষাকৃত সচেতন ভোটারের এলাকা হিসাবে চিহ্নিত এই এলাকার ভোটাররা কাকে ভোট দিবেন এব্যাপারে কেউ কথা বলতে রাজী নয় বেশীর ভাগ ভোটার।
সাবেক ছাত্রনেতা নৌকা প্রতীকের অপেক্ষাকৃত তরুন প্রার্থী আমান এলাকার তরুনদের কাছে অনেক জনপ্রিয়, সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এইবারও মাথিউরা ইউনিয়নে নৌকার তরী তীরে ভিড়াতে চান আমান। তিনি বলেন, উন্নয়নের সড়কে মাথিউরা ইউনিয়নকে রাখতে তাকে ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করবেন
বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করছেন বয়সে প্রবীন হেভিওয়েট প্রার্থী আনারস প্রতিকের কছির আলী। তিনি বলেন, যেভাবে ভোটারদের সাড়া পাচ্ছেন, নির্বাচনের জেতার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
আলোচনায় কম যাননা আরেক স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম বাবুল, নিজ এলাকার সর্বস্তরের জনগন নিয়ে মাঠ দাপিয়ে বেড়ানো মোটরসাইকেল মার্কার এ প্রার্থী বিপুল সাড়া পাচ্ছেন ভোটারদের কাছে।
নির্বাচনে জেতার ব্যাপারে তিন প্রার্থীই আশাবাদি হলেও সময়ের সাথে সাথে নির্বাচনের ভোটের হিসাব পালটে যেকেউ এগিয়ে যেতে পারেন। সে হিসাবে এই ইউনিয়নের ভোটের ফলাফল নির্ধারনে বড় ভূমিকা রাখবে আঞ্চলিকত, মার্কার চেয়ে আঞ্চলিকতা প্রাধান্য দিচ্ছেন বেশীরভাগ ভোটাররা। তবে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে এই ইউনিয়নে নৌকার প্রার্থী মোহাম্মদ আমান উদ্দিনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে আনারস প্রতিকের কছির আলীর।