বিয়ানীবাজারে চুড়ান্ত নৌকার মনোনয়ন পেলেন যারা, তিন ইউনিয়নে পরিবর্তন

অনেক জল্পনা কল্পনার পর বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়নে নৌকা প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করেছ বাংলাদেশ আওয়ামীলীগ। ২৩ ডিসেম্বরের চতুর্থ ধাপের নির্বাচন পিছিয়ে নেয়া হয়েছে ২৬ ডিসেম্বর।
বিয়ানীবাজার উপজেলার চুড়ান্ত তালিকার ১০টি ইউনিয়নে ৭টিতে তৃণমুলের দেয়া ভোটে এগিয়ে থাকা নিশ্চিত হলেও প্রার্থী বদল হয়েছে তিনটিতে। ৩নং দুবাগ ইউনিয়নে তৃণমূলের ভোটে বিজয়ী পলাশ আফজালকে না দিয়ে টানা দুইবারের চেয়ারম্যান আব্দুস সালাম দাদা ভাইকে দেয়া হয়েছে নৌকা প্রতীক, একইভাবে ৮নং তিলপাড়া ইউনিয়নে তৃণমূলের ভোটে বিজয়ী বিবেকানন্দ দাসকে না দিয়ে এমাদ উদ্দিনকে দেয়া হয়েছে নৌকার চুড়ান্ত মনোনয়ন, ৯নং মোল্লাপুর ইউনিয়নে তৃণমূলের ভোটে জয়ী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশরাফুল ইসলামের বদলে সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ পেয়েছেন চূড়ান্ত মনোনয়ম।
তবে সব গুঞ্জনকে চমকে দিয়ে কুড়ারবাজারের প্রার্থী বাহার উদ্দিনের মনোনয়ন ছিলো বহাল।
মঙ্গলবার(২৩ নভেম্বর) সন্ধ্যার পর দলীয় প্রধান কেন্দ্র থেকে মনোয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়৷ চূড়ান্ত তালিকার কথা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল।
এছাড়াও বাকি ইউনিয়নগুলোর মধ্যে ১ নং আলী নগর ইউনিয়নে নৌকার মনোয়ন পেয়েছেন আহবাবুর রহমান খান৷ ২ নং চারখাই ইউনিয়নে মনোয়ন পেয়েছেন মাহমদ আলী, ৪ নং শেওলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জহুর উদ্দিন, ৫ নং কুড়ার বাজার ইউনিয়নে বাহার উদ্দিন, ৭ নং মাথিউরা ইউনিয়নে মোহাম্মদ আমান উদ্দিন, ১০ নং মুড়িয়া ইউনিয়নে হুমায়ূন কবীর, ১১ নং লাউতা ইউনিয়নে নৌকার মনোয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান এম এ জলিল।
উল্লেখ্য, আগামী ২৫ তারিখ মনোনয়ন জমা দেয়ার শেষ দিন, যদিও বা নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষনা করেছে এইচএসসি পরীক্ষার কারনে ২৩ ডিসেম্বরের পরিবর্তে নির্বাচন হবে আগামী ২৬ ডিসেম্বর।