বিয়ানীবাজারে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট -৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় পিএইচজি মাঠকে খেলার উপযোগী করে তোলা হয়েছে সেই সাথে মাঠের চারপাশে দৃষ্টিনন্দন গ্যালারি সহ অনেক কাজ হয়েছে। এসব উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সোমবার তিনি বিয়ানীবাজার উপজেলায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিক নুর, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, বিয়ানীবাজার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাসিব মনিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছালেহ আহমেদ বাবুল, ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল হোসেন খছরু প্রমুখ।
উদ্বোধনী খেলায় সিলেট টিলাগড় এমসি ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে জয় লাভ করে বিয়ানীবাজার উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। টুর্নামেন্টে ১৬ টি দলের অংশগ্রহণ মাঠ মাতাবেন দেশি বিদেশি ফুটবল তারকারা।