বিয়ানীবাজার সংবাদ

নেতিবাচক এ্যাপস টিকটক ব্যবহার করছে কিশোররা!

টাইমস প্রতিবেদকঃ অনেকের কাছে নেতিবাচক এ্যাপ্স টিকটক দিনদিন হচ্ছে জনপ্রিয়, তরুন-যুবকদের পাশাপাশি টিকটকে ভিডিও কন্টেন্ট তৈরিতে জড়িয়ে পড়ছে কিশোররা। টিকটকে নেতিবাচক ভিডিও বেশী তৈরি হলেও এখানে অনেকেই বিনোদনের জন্য তৈরি করেন ভালো মানের ভিডিও৷

প্রতিদিন দুই উপজেলার কয়েকটি চিহ্নিত স্পটে টিকটকরা ভিড় করেন কন্টেণ্ট তৈরিতে। টিকটকারদের কাছে জনপ্রিয় টিকটক হটস্পট হিসাবে খুবই জনপ্রিয় দাসেরবাজার-হাকালুকি রোড। দুইপাশে খালি মাঠ, রাস্তার পাশে কৃত্রিমভাবে লাগানো সারিবদ্ধ খেজুর গাছ জায়গায়টি করে তুলেছে আকর্ষনীয়। সেই আকর্ষনীয় স্পটে প্রতিদিন বিকালে ভিড় করেন টিকটকাররা। মডেলদের মতো কাপড় পরে কেউবা নাচছেন গানের তালে তালে, কেউবা হাটছেন নানা অঙ্গ-ভঙ্গিমায়, কেউবা বাইক চালিয়ে করছেন স্ট্যান্টবাজি।

১২-১৩ বছরের এক কিশোর হেটে হেটে ভিডিও করছেন, প্রতিবেদকের সাথে আলাপকালে সে জানায়, সবাই টিকটকে ভিডিও দেয় তাই ভিডিও আমিও টিকটক আইডি ব্যবহার করি। সপ্তম শ্রেনীতে পড়ুয়া এ ছাত্র নেতিবাচক এই এ্যাপসের ব্যাপারে নুন্যতম ধারনা না থাকার পরও স্মার্টফোনে টিকটক আইডিতে ভিডিও পোস্ট করে।

কথা হয় জনপ্রিয় টিকটকার রুহেল আজিজের সাথে, তিনি বলেন, টিকটকে ভিডিও বানান শুধুমাত্র বিনোদনের জন্যে, তবে অনেকেই নেতিবাচক কন্টেন্ট তৈরি করেন এবং তার পাশাপাশি বুদ্ধি প্রতিবন্ধিদের দিয়ে গালাগালি করান যা মোটেই কাম্য নয়। যে কারনে অনেক সময় টিকটকারদের ঢালাওভাবে দোষ দেয়া হয়।

টিকটকে বিনোদন ছাড়া আর কি উপকারিতা রয়েছে, এ প্রশ্নের উত্তর জানা নেই টিকটকারদের। নিছক বিনোদনের জন্য অনেক ক্ষেত্রে এসব টিকটকাররা জীবনের ঝুঁকি নিয়ে করছেন ভিডিও যা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে আলোচিত- সমালোচিত। সস্তা জনপ্রিয়তার লোভে অনেক টিকটকার জড়িয়ে পড়ছেন অপরাধ চক্রের সাথে, বিভিন্ন সময় সমালোচিত এ এ্যাপসটি বন্ধ করতে ইতিমধ্যে উচ্চ আদালত রুল জারি করেছে।

Back to top button