মৌলভীবাজার

মৌলভীবাজারে পাওনা টাকার জের ধরে দোকানের মালিকের কাছে দুই নারী লাঞ্ছিত

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কমলগঞ্জে মুদি দোকানে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই নারীর উপর হামলায় করে দোকানের মালিক।

মঙ্গলবার রাত সাড়ে ৭টায় রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা (করলি টিলা) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধার পর স্থানীয় মানুন মিয়ার দোকানে ডিম কিনতে গিয়েছিলেন বাবলী আক্তার পান্না (২১)। এসময় পূর্বের দোকান বাকীর টাকা পাওয়ার কথা বলেন মুদির দোকানির ব্যবসায়ী মামুন। পরে একপর্যায়ে উভয়ে মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্রেতা পান্নার মাথায় আঘাত করেন দোকানের মালিক। আহতের বড় বোন ফাহিমা দোকানদারকে এ ঘটনার কারণ জানতে চাইলে তার উপরেও চড়াও হয়ে এলোপাথাড়ি কিল-ঘুষি দেন। পরে কাঠের রোল দিয়ে মাথায় আঘাত করলে সেও আহত হয়।

এসময় দুই বোন ফাহিমা ও পান্নার গলা থেকে ২টি সোনার চেইন ছিনিয়ে দোকানের মালিক মামুন ও তার সহযোগীরা। দুই বোনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, একজন নারীর উপর এমন অমানবিক হামলা ও শ্লীলতাহানী চরম লজ্জাজনক। খবর পেয়ে সরজমিন তাদেরকে দেখেছি। দোষীদের আইনের আওতায় আনা হউক।

থানার অফিসার ইনচার্জ এয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে

Back to top button