শিক্ষা অর্জনে বিয়ানীবাজারে তরুণরা ঝুঁকছে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে

মহসিন রনি, বিয়ানীবাজার ঃ লিবিয়া টু ইতালি হয়ে প্রবাসে যাওয়ার প্রবণতা এক সময় সিলেটের বিয়ানীবাজারের তরুনদের গ্রাস করেছিলো। এতে অনেকেই সাগর পথ পাড়ি দিতে গিয়ে চলে গেছেন না ফেরার দেশে। সেই কালো অধ্যায়কে পেছনে ফেলে এবার প্রবাসে যাওয়ার মাধ্যম হিসেবে তরুনরা প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছে উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রবাস যাওয়া। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশ গুলোর বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ পেয়ে লুফে নিচ্ছেন প্রবাসী অধ্যুষিত এ উপজেলার শত শত তরুন। গত দুই বছরে বিয়ানীবাজার থেকে ইউরোপের দেশ নেদারল্যান্ডস,যুক্তরাজ্য সহ উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে কয়েকশো তরুণ ভর্তি হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে ইংরেজিতে নির্ধারিত কোর্স এইএলটি এস সম্পন্ন করে মেধার ভিত্তিতে ভিসা নিশ্চিত করছেন। এদিকে উচ্চ শিক্ষা অর্জনে অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে সুযোগ পেলেও চেষ্টা চালাচ্ছেন অনেকেই। তবে বেশিরভাগই শিক্ষার্থীই পৌর শহরে গড়ে উঠা বিভিন্ন ইংরেজি প্রতিষ্ঠানে আইএলটিএস সহ ইংরেজি দক্ষতার উপর জোরদার দিচ্ছেন৷ প্রতিদিন প্রতিষ্ঠান গুলোতে হাজার হাজার শিক্ষার্থীর ঢল নামে।
উচ্চ শিক্ষা অর্জনে কানাডার ভিসা পাওয়া তাহমিদ হাসান জয় নামের এক শিক্ষার্থী বলেন, আমার ছোট থেকেই ইচ্ছে ছিল উচ্চ শিক্ষার জন্য বাহিরের দেশে যাওয়া। দেখলাম কানাডার শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের তাই আমি ইংরেজি আইএলটিএস পরিক্ষা দিয়ে সেখানকার বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু করি। লক্ষ্য থাকবে সেখান থেকে উচ্চ শিক্ষা অর্জন করে দেশের জন্য কিছু করার।
বিয়ানীবাজারে একটি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হুমায়ুন রশিদ হানি বলেন, বিগত দিনের তুলনায় ইদানিং উচ্চ শিক্ষার জন্য বিলেত পাড়ি দেয়ার প্রবণতা খুব বেশি বৃদ্ধি পেয়েছে এর কারণ হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জটিলতা আগের তুলনায় অনেক সহজ। এর জন্য ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণস্বরূপ আইএলটিএস পরীক্ষায় নির্দিষ্ট স্কোর অর্জন করে সাবমিট করতে হয়। বিয়ানীবাজার থানায় প্রতিদিন আনুমানিক ১০০০ শিক্ষার্থী বিভিন্ন পরীক্ষায় আইএলটিএস প্রস্তুতি নিচ্ছে। এর ফলাফল স্বরূপ ভবিষ্যৎ আর্থিক সচ্ছলতার সমূহ সম্ভাবনা নিশ্চিত হচ্ছে। আমি মনে করি,সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীরা তাদের নিজের পাশাপাশি দেশেরও আর্থিক উন্নয়ন এ অবদান রাখছে।
এ বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ মজির উদ্দিন আনছার বলেন, বর্তমানে আমাদের সিলেট থেকে বেশিরভাগই তরুণ উচ্চ শিক্ষা অর্জনের জন্য ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে পাড়ি জমাচ্ছে সেটা অবৈধ পথে প্রবাস যাওয়া থেকে উত্তম। তবে আমরা যাই করি না কেন ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষাটাকে ও চর্চায় রাখা উচিত। আমি মনে করে সকলে এক প্রতিযোগিতায় না মেতে সমাজের বিভিন্ন স্থরে নিজেকে নিয়জিত রাখলে দেশ উপকৃত হবে।