বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে চলছে গণটিকার দ্বিতীয় ডোজ

বিয়ানীবাজার টাইমস- আজ সকাল থেকে শুরু হয়েছে বিয়ানীবাজার উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডগুলোতে গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম। সকাল থেকে নির্দিষ্ট টিকা কেন্দ্রে দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের উপচেপড়া ভীড় লক্ষ করা যায়।

সরেজমিনে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের তিনটি ওয়ার্ড মুল্লাপুর ইউনিয়ন এবং পৌরসভা ঘুরে দেখা যায় দ্বিতীয় ডোজ গ্রহণ করার জন্য টিকা গ্রহীতারা নির্দীষ্ট সময়ের পূর্বেই টিকা গ্রহণ করার জন্য ভীড় জমিয়েছিলেন।

তবে বেশ কয়েকটি টিকা কেন্দ্রে টিকা গ্রহীতাদের উপচেপড়া ভীড়ে স্বাস্থ্যবিধি উপেক্ষিত দেখা যায়। আবার অনেকের মুখে মাস্কও ছিল না। তাতে টিকা গ্রহণ করতে এসে আক্রান্ত হওয়ার ঝুকি লক্ষ করা যায়।

এ বিষয়ে কথা হয় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরীর সাথে। তিনি বলেন গত মাসে যারা সিনোফার্মের ভেরোসেল গণটিকা গ্রহণ করেছিলেন তাদের দ্বিতীয় ডোজ বিয়ানীবাজার উপজেলায় প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় আজকে এক সাথে প্রদান করা হচ্ছে। গত মাসে ৬ হাজার ৫শত ৬৭জনকে এ টিকা প্রদান করা হয়েছিল। তাদেরকেই দ্বিতীয় ডোজ প্রদান করা হচ্ছে

Back to top button