সুনামগঞ্জের অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ টি দোকানের মালামাল আগুনে পুড়ে চাই হয়ে গেছে।
বুধবার রাত ১২টার দিকে এই আগুনের ঘটনাটি ঘটেছে।
সূত্রে জানা গেছে, উপজেলার বাদাঘাট বাজারের চাল পট্টির একটি পলিথিনের গুদাম থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে গুদামের পাশে থাকা কাপড়ের গুদামসহ আরও দুটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের চেষ্টায় রাত প্রায় ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার আগে পর্যন্ত ৪টি গুদামের মালামাল পুড়ে চাই হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার জানান, হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি গুদামঘরের মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, উপজেলার বাদাঘাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি শুনেছি। ৪ টি গোডাউনের মালামাল পুড়ে গেছে বলে খবর পেয়েছি।