মৌলভীবাজার
শ্রীমঙ্গলে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গলায় ফাঁস দিয়ে রাশনা গোয়ালা নামে ১৩ বছরের এক তরুণী আত্মহত্যা করেছে। সে উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের ১২ নাম্বার লাইনের বাসিন্দা মৃত গণেশ গোয়ালার মেয়ে। এ ঘটনাটি ঘটে শনিবার। রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য অমল বুনার্জী জানান, মেয়েটির মা বাগানের কাজ শেষে বাড়ি ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। পরে তিনি দরজা ধাক্কা দিয়ে মেয়ের লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।