বড়লেখামৌলভীবাজার

বড়লেখা থেকে প্রতিবন্ধি তরুন নিখোঁজ, ৫ দিনেও মিলেনি সন্ধান

নিজস্ব প্রতিবেদকঃ বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের চরিয়া গ্রামের বাক প্রতিবন্ধী তরুন রেজাউল হক ৫ দিন থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও পাওয়া যায়নি।

সে গত ২২ আগস্ট সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় বাড়ী থেকে বের হয়ে এখনো ফিরেনি । অনেক খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানান তার বড় ভাই এমরানুল হক বাবু।

তিনি জানান, বিয়ানীবাজার উপজেলার জলঢুপ বাজার (থানাবাজার), মুল্লাপুর মেইন রোড সংলগ্নে অনেকেই দেখেছেন বলে তার পরিবারকে জানিয়েছেন।

কোন হৃদয়বান ব্যক্তি তাকে পেলে ০১৭২৬-৮৪৫১৪৯ (বড় ভাই ) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Back to top button