মৌলভীবাজারে উদ্যোক্তা দম্পতির কাছে ‘জিম্মি’ সেবাগ্রহীতা

নিউজ ডেস্ক- তথ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ ওঠেছে এক উদ্যোক্তা দম্পতির বিরুদ্ধে। ভোটারের কাছে জন্মসনদের জন্য ৩ হাজার টাকা দাবি করে সমঝোতায় ১ হাজার ৭০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে চলছে এমন অনিয়ম। ফলে এই তথ্য কেন্দ্র থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার জনগণ। এমন ঘটনা ঘটছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রে।
স্থানীয় ও ভুক্তভোগী সূ্ত্রে জানা যায়, উপজেলার ৫ নম্বর কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ তথ্য ও সেবা কেন্দ্রের যাত্রা শুরুর পর থেকে উদ্যোক্তা একই ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামের সামসু মিয়া ও তার স্ত্রী হ্যাপি বেগম প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে আসছেন। শুরু থেকেই জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ভিজিডি র্কাডের আবেদনের জন্য অতিরিক্ত টাকা আদায়, অসদাচরণসহ সেবা কেন্দ্রে সঠিকভাবে সময় না দেওয়ায় অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকার কারণে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে সেবা গ্রহীতাদের অতিরিক্ত টাকা দিয়ে সেবা নিতে হচ্ছে। অতিরিক্ত টাকা না দিলে তাদের হতে হয় হয়রানির শিকার। জরুরী প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে এসব অনিয়ম সহ্য করছেন এলাকার সাধারণ মানুষ।
জন্ম নিবন্ধন আবেদন ফরমে নেওয়া হচ্ছে ১২০ টাকা, জরুরী প্রয়োজনে কেউ জন্মসনদ নিতে চাইলে তাদেরকে দিতে হয় ৫০০ থেকে ৬০০ টাকা। জন্মসনদের ভুল সংশোধন করতে আসা সাধারণ মানুষের কাছ থেকে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ ওঠেছে। এমনকি সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ইউনিয়ন পরিষদের ওয়াই-ফাই দিয়ে চলছে ইন্টারনেট বাণিজ্য। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক ১ থেকে ২ শত টাকা নিয়ে ওয়াই-ফাই সংযোগ দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কয়েকজন জনপ্রতিনিধি প্রতিবাদ করে সামসু দম্পতি কাছে হেনস্তার স্বীকার হয়েছেন।
কমলগঞ্জ সদর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য আমেনা বেগম বলেন, ‘আমরা জনপ্রতিনিধি জনগণের কাছ থেকে বেশি টাকা না নেওয়ার সুপারিশ করলে ইউনিয়ন তথ্য কেন্দ্রের উদ্যোক্তা হ্যাপি বেগম ও তার স্বামী সামসু মিয়ার কাছে কোনো মূল্য পাই না। ইউনিয়নের সদস্য হওয়া সত্ত্বেও যদি তাদের কাছে কোনো মূল্য পাই না, তাহলে সাধারণ জনগণ কি মূল্যায়ন পাবে। এক ভোটারের কাছে জন্মসনদের জন্য ৩ হাজার টাকা দাবি করে। অনেক অনুরোধের পর ১ হাজার ৭০০ টাকা দিয়ে জন্মসনদ নিয়েছে তারা। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম ও দুর্নীতি করে আসছেন সামসু দম্পতি।’
তবে অভিযোগের বিষয়ে সামসু মিয়া ও তার স্ত্রী হ্যাপি বেগম বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।’
এ বিষয়ে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, ‘আমি অতিরিক্ত টাকা ও ওয়াই-ফাই ভাড়া দেওয়ার বিষয়টি জানতে পেরে উদ্যোক্তা সামসু মিয়া ও তার স্ত্রী হ্যাপি বেগমকে নিষেধ করেছি। এছাড়া সেবাগ্রহীতাদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ‘ইউনিয়ন পরিষদের ওয়াই-ফাই ভাড়া দেওয়া ও জন্ম নিবন্ধনসহ অন্যান্য কার্যক্রমে সরকার নির্ধারিত ফি’র বাহিরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো বিধান নেই। আমাকে কেউ কখনো অভিযোগ করেনি। বিষয়টির খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।’