মৌলভীবাজারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনা ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের তত্ত্বাবধানে মঙ্গলবার (১৭ আগষ্ট) মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ ও সেন্ট্রাল রোড এলাকায় জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করায় শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ এবং নিউ ক্যাফে পাপড়িকা রেস্টুরেন্ট এর সত্ত্বাধিকারীকে ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর দুটি পৃথক মামলায় সর্বমোট ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান এবং আদায় করা হয়।
এছাড়াও স্বাস্থ্য বিধি না মেনে দোকানে পণ্য বিক্রি করা, মাস্ক পরিধান না করা এবং পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে দন্ডবিধি-১৮৬০ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার( নিয়ন্ত্রণ )আইন, ২০০৫ এর বিভিন্ন ধারায় আরো ৫ জন ব্যক্তিকে সর্বমোট ২,১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার ও মোঃ বেলায়েত হোসেন।