বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন অসুস্থ আওয়ামীলীগ নেতা

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কাংলি গ্রামের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত আয়নুল হক চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান পেয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীলরা তাঁর হাতে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন।

স্থানীয় সাংসদ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের চেক হস্তান্তর করে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ হোসেন বাবুল, নির্বাহী সদস্য আমির উদ্দিন আলিয়র, লুৎফুর রহমান ফয়সল, আছার উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন, এমদাদুর রহমান খোকন, মাসুক উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ।

Back to top button