বিয়ানীবাজারে সিনোফার্মের প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ, দেয়া হবে দ্বিতীয় ডোজ

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে সিনোফার্মের টিকা ভেরোসেলের প্রথম ডোজ দেয়া বন্ধ রয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, চীনের তৈরি সিনোফার্মের ভেরোসেলের প্রথম ডোজ বন্ধ থাকলেও দ্বিতীয় ডোজ দেয়া চলবে বলে জানানো হয়। শুধুমাত্র এসএমএস প্রাপ্তদের দ্বিতীয় ডোজ দেয়া হবে। এছাড়াও এ্যাস্ট্রোজেনিকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ সপ্তাহের রবি, মঙ্গল, বৃহস্পতিবার দেয়া চলবে।
জানা যায়, বিয়ানীবাজারে টিকা নিবন্ধন এ্যাপ সুরক্ষতা ইতিমধ্যে ২২-২৪ টিকা গ্রহনের জন্য নিবন্ধন করেন। তবে তারা নিবন্ধনের অনেক দিন পেরিয়ে যাওয়ার পরও এসএমএস পাচ্ছেন না। গত বৃহস্পতিবার থেকে সিনোফার্মের টিকা ডোজ অবশিষ্ট না থাকায় হাসপাতালে এ টিকা প্রদান বন্ধ ছিল। এ সময় রেজিস্ট্রেশনকৃতদের টিকা প্রদানের বার্তাও বন্ধ করে দেন কর্তৃপক্ষ। সোমবার সিনোফার্মের প্রথম ডোজ টিকা ৯০জনকে এবং দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে ৩২০জনকে।
প্রথম ডোজ বন্ধের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, সিনোফোর্মে টিকা দ্বিতীয় ডোজটি চলমান রাখতে আমরা পরিকল্পনা করেই এগুচ্ছি। পর্যায়ক্রমে টিকা পাওয়া সাপেক্ষে টিকা প্রদান করা হবে। তিনি বলেন, দ্বিতীয় ডোজ মাত্র ৮শত জনের কিছু বেশি মানুষকে দেয়া হয়েছে, অপেক্ষায় আছে কমপক্ষে ১০ হাজার। যার কারণে আমরা প্রথম ডোজ টিকা প্রদান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।