বিয়ানীবাজারে জীবন জীবিকার কাছে হার মেনেছে করোনা

মহসিন রনি, বিয়ানীবাজার ঃ করোনা দীর্ঘ দেড় বছরের বেশি সময় থেকে যেখানে বিয়ানীবাজারে সাধারণ মানুষের পিছু ছাড়ছে না সেখানে অনেকটাই বিরক্ত হয়ে জীবন জীবিকাই বেছে নিয়েছেন শ্রমজীবী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ। ঝুঁকি নিয়ে প্রতিদিন ঘরের চুলো জ্বালানোর তাগিদে অনেকেই সড়কে বের হচ্ছেন কেউ কেউ আবার দোকান ভাড়াটুকু জোগারের জন্য দোকান খুলেছেন। এরকম পরিস্থিতি হয়তো স্বাধীনতার পর থেকে আর কখনো মোকাবিলা করতে হয়নি তাদের।প্রতিদিনের রোজগারের যেখানে চুলো জ্বলে সেখানে করোনা তাদের জন্য একটি শব্দ মাত্র। তাই তো বলা যেতেই পারে জীবন জীবিকার কাছে অনেকটাই হার মেনেছেন করোনা।
বিশেষ করে বিপাকে পরেছেন ব্যবসায়ীরা ঈদের প্প্র থেকে ১১ আগষ্ট পর্যন্ত বিয়ানীবাজারে ব্যবসায়ী কল্যাণ সমিতির আওতাধীন সকল মার্কেট বন্ধ থাকার ফলে দোকান ভাড়া সহ ব্যবসায়ীক ক্ষতি পোষাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। সরেজমিনে বিয়ানীবাজার পৌর শহর ঘুরে দেখা যায় লকডাউন শিথিলের পর থেকে স্বাভাবিক জীবনে ফিরেছে এ উপজেলার মানুষ। তবে কঠোর লকডাউনে সচেতনতা থাকলেও এবার যেন মাস্কের ব্যবহার আর সচেতনতা আকাশে উড়াল দিয়েছে।
ব্যবসায়ী আহমেদ তারেক বলেন, দীর্ঘ দিন দোকান বন্ধ থাকায় দোকান ভাড়া সহ ব্যবসায়ীক ক্ষতি পোষাতে হচ্ছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে আমরা ব্যবসায়ীদের শেষ ঠিকানা কি হবে ভাবতে অবাক লাগে। তবে চেষ্টা করছি স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা করার।
লালু মিয়া নামের এক ফলের দোকানদার বলেন আমার এই দোকানের আয় দিয়ে অনেক দরিদ্র মানুষের পরিবার চলে। যদিও করোনা আমাদের নিয়মিত জীবনে একটা প্রভাব ফেলেছে তবে চেষ্টা করছি কর্মচারী সহ সবাইকে নিয়ে ক্ষতি পুষিয়ে আবারো ব্যবসাকে ছন্দে ফেরানোর।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সমাজ সেবক আবুল হোসেন খছরু বলেন, করোনার এই ভয়াল থাবায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি, বিশেষ করে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে জীবিকার তাগিদে আমাদের সকলকেই কোনো না কোনো কাজের উদ্দেশ্যে প্রতিদিন রওয়ানা দিতে হয়। জীবন জীবিকার কথা চিন্তা করে নিরাপদে জীবিকা পরিচালনা করার বিকল্প নেই।