বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে করোনা আক্রান্ত আরও ৩৫ জন

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে নতুন করে আরও ৩৫ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ নতুন আক্রান্তদের সংখ্যা নিশ্চিত করেন।
তিনি জানান, কোনোভাবেই করোনা আক্রান্তের সংখ্যা বিয়ানীবাজারে কমছে না। সবাইকে স্বাস্থ্য সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এসময় তিনি পরিবারের বয়স্কদের ঝুকিমুক্ত রাখতে বাসায় আইসোলেশনে রাখার পরামর্শ দেন।
নতুন আক্রান্ত ৩৫ জন নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭০ জনে, এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে উপজেলায় মৃত্যুবরন করেছেন ৬১ জন। এটি অফিসিয়াল রেকর্ড হলেও বাস্তবে বিয়ানীবাজার করোনা উপসর্গ নিয়ে আরো অনেক রোগী রয়েছেন, অনেকেই মারা যাচ্ছেন যে হিসাব অফিসিয়ালি যুক্ত হচ্ছেনা।