বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনায় আরেকজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে করোনা আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে উপজেলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।

জানা গেছে, নিহত রোগী একজন নারী। নাম হাসিনা বেগম (৫৫)। বাড়ি উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে। তিনি গত দিন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের আইসোলেশন ওয়য়ার্ডে ভর্তি ছিলেন। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে রেফার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভর্তির পূর্বেই তিনি মারা যান। মৃতের স্বাস্থ্যবিধি মেনে জানাজার নামাজ ও দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। এর আগে গত শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা বুথে র‍্যাপিড এন্টিজেন্ট টেস্টে তার করোনার ফল পজিটিভ শনাক্ত হয়।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পঞ্চাশোর্ধ্ব এই নারীর শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল। ভর্তির সময়ই তার শারীরিক অবস্থা বিচেনায় আমরা আইসোলেশন ইউনিটে রেখে যথাসাধ্য সাপোর্ট দিয়েছি। পরে তিনদিন পর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তার স্বজনদেরকে দ্রুত ওসমানীতে নিয়ে যাবার পরামর্শ দিই। কিন্তু সেখানে নিয়ে যাবার পর পরই তিনি মারা যান।

Back to top button