বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

জুনিয়র প্রতিবেদকঃ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় ৷ সেজন্য সারাদেশের ন্যায় বিয়ানীবাজারেও আজ জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, ১৫ আগস্টে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরসহ পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা শ্রদ্ধার্ঘ অর্পন করেন।
পরে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সাংসদ ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে৷ পরে একে একে পুষ্পাঞ্জলী অর্পণ করেন বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংঘটন।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিয়ানীবাজার উপজেলা আওয়ামিলীগ সভাপতি আতাউর রহমান খান বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির চেতনার নাম। জাতির পিতার হাত ধরেই আমরা পেয়েছি স্বাধীনতা।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল বলেন, করোনার এই ক্রান্তিলগ্নে বড় পরিসরে আমরা শোক দিবস পালন করতে পারিনি তার জন্য দুঃখ প্রকাশ করছি৷ তারপর তিনি স্বরণ করেন আজকের এই শোকাবহ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷
পরে বিয়ানীবাজার পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র আব্দুস শুকুর এবং পৌর কাউন্সিলর কর্মকর্তা বৃন্দ পৌরসভায় জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন৷ এবং বিয়ানীবাজার পৌরসভার হলরুমে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল খালিক। সভাপতিত্ব করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ৷
উক্ত সভায় প্রথমে জাতির পিতাকে স্বরণ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন এবং পরে বক্তারা শোক দিবসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন।