বিয়ানীবাজারে করোনা রোগীদের সেবায় এগিয়ে এসেছে তিনটি প্রাইভেট হাসপাতাল

টাইমস প্রতিবেদনঃ প্রতিদিনই বিয়ানীবাজারে করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। আক্রান্ত এবং মৃত্যুর রেকর্ড গড়ছে প্রতিদিন। বিয়ানীবাজার উপজেলায় মৃত্যুর মিছিলে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। সবশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকাল পর্যন্ত উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ১২০৬ জন, পজিটিভ হয়ে মৃত্যুবরন করেছেন ৬০ জন। যদিওবা তথ্যগুলি অফিসিয়াল তবে চিকিৎসকরা বলছেন অফিসিয়াল রেকর্ডের বাইরে অনেকেই উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেছেন যাদের তথ্য অফিসিয়ালি তাদের কাছে নেই। করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে যখন রোগীর চাপ বেড়েছে তখন করোনা রোগীদের সেবা দেওয়ার জন্য এগিয়ে এসেছে উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বিয়ানীবাজারের কয়েকটি প্রাইভেট হাসপাতাল।
বিয়ানীবাজার বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতাল রয়েছে। নতুন কয়েকটি প্রাইভেট হাসপাতালে জায়গার সংকুলান না হওয়ায় করোনার আইসোলেশন ইউনিট চালু করতে না পারলেও বিয়ানীবাজার আলফা পলি ক্লিনিক, বিয়ানীবাজার আয়শা হক হাসপাতাল, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এগিয়ে এসেছে করোনা রোগীদের সেবা দেওয়ার জন্য। এই তিনটি হাসপাতাল করোনা পজিটিভ ও করোনা উপসর্গ আছে এমন রোগী তারা ৩৪ টি বেডে ভর্তি নিতে পারবে।
হাসপাতালগুলো ঘুরে দেখা যায় আয়শা হক হাসপাতালে সিট খালি না থাকলেও আলফা পলি ক্লিনিক এবং বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে করোনা রোগী এবং করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের সেবা দেওয়ার জন্য খালি রয়েছে সিট।
সরেজমিনে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, বিয়ানীবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান তার স্ত্রীকে করোনা আইসোলেশন কেবিনে ভর্তি করেছেন। তিনি বলেন, করোনার এমন ভয়াবহ পরিস্থিতে সচেতনতা ছাড়া কোন বিকল্প নেই। আমার স্ত্রী করোনা পজেটিভ হওয়ায় ভর্তি আছি আমরা বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে। তিনি এই মহামারিকালে প্রাইভেট হাসপাতালগুলোতে আইসোলেশন বেড বাড়ানোর ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি প্রাইভেট হাসপাতালগুলোকে বানিজ্যিক চিন্তা না মানবতার সেবায় অবদান রাখবে।
বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ বলেন, প্রাইভেট হাসপাতালগুলি করোনাকালীন এই সময়ে এসে করোনা আইসোলেশন ইউনিট করেছে তা অত্যন্ত প্রশংসার দাবীদার। সরকারি নির্দেশনা মেনে এসব হাসপাতাল মানুষকে সেবা দিবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় তিনি করোনা আক্রান্তদের আতংকিত না হয়ে বিয়ানীবাজারের সরকারি হাসপাতালের আইসোলেশন ইউনিটে যোগাযোগ করবেন, সিট না পেলে প্রাইভেট হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করবেন।