বিয়ানীবাজারে টিকায় আস্থা বাড়ছে সাধারণ মানুষের

মহসিন রনি ঃ বিয়ানীবাজার উপজেলায় করোনা ভাইরাসের ভ্যাক্সিন নিতে দিন দিন আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। সরকার ঘোষিত গণ টিকা শুরু হওয়ার দ্বিতীয় দিনে উপজেলার পৌরসভার কসবা ও শ্রীধরার তিনটি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নে টিকা গ্রহণ কর্মসূচি পালিত হয়েছে। বিগত দিনের তুলনায় উপজেলা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় অনেকের শেষ আশ্রয় হচ্ছে টিকা।
সরেজমিনে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, টিকা নিতে যারা আসছেন এদের মধ্যে সিংহভাগের বয়স ষাটোর্ধ। প্রত্যন্ত এলাকা থেকে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে এসেছেন। সকাল থেকে লাইন ভীড় থাকে দুপুর পর্যন্ত। কাঞ্চন নামের এক টিকা গ্রহণকারী বলেন, টিকার কার্যকারিতা আছে জেনে রেজিষ্ট্রেশন করে টিকা নিতে এসেছি। পরিবারের সবাইকে নিরাপদ রাখতে টিকা গ্রহণ করিয়েছি।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান বলেন, এখন পর্যন্ত প্রায় ২০ হাজারের বেশি মানুষ বাকি যারা রেজিষ্ট্রেশন করে এখনো টিকা পাননি। আমরা চেষ্টা করছি তাদের মোবাইলে মেসেজ পাঠানোর। প্রতিদিন ৫০০ এর বেশি টিকা দেয়া সম্ভব না যার ফলে একটু দেরি হলেও সকলে টিকা পাবেন। এ ছাড়াও গণটিকা কার্যক্রম চলমান রয়েছে সহজেই নিজ নিজ এলাকা থেকে টিকা নিতে পারবেন। আগের চেয়ে উপজেলা জুড়ে টিকার প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে যেটা করোনা সংক্রমণ রোধে ব্যাপক ভুমিকা রাখবে।