বিয়ানীবাজার সংবাদ

খেলা ব্রাজিলে, উত্তেজনা বিয়ানীবাজারে (ভিডিও)

স্পোর্টস রিপোর্টারঃ সকাল হলে কোপা আমেরিকা ২০২১ ফাইনাল খেলা। বিশ্বসেরা দুটি দল আর্জেন্টিনা বনাম ব্রাজিল পরস্পর মুখোমুখি হতে যাচ্ছে। এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হতে চলছে মেসি ও নেইমার দেশের জার্সি পরে কোপা আমেরিকায়। এতেই বিরাজ করছে সবার মধ্যে উত্তেজনা।

পাড়ায়, পাড়ায়, মহল্লায়, মহল্লায় এখন আর্জেন্টিনা বনাম ব্রাজিল খেলার রমরমা গল্প চলছে। কেউ বলছে আর্জেন্টিনা জিতবে আবার কেউবা বলছে ব্রাজিল জিতবে। কেউবা বলছে ৭ আপ সেই লজ্জার ইতিহাস হয়তোবা এবার ব্রাজিল গোছাতে পারবে৷

তরুণ থেকে বয়স্ক প্রায় প্রত্যেকেই অপেক্ষা করছে। কখন সকাল হবে৷ স্বপ্নের ফাইনাল কখন শুরু হবে৷ নিজের প্রিয় দলের হাতে কখন ফাইনালের কাপ উঠবে। যেখানে দুটি দলে কিন্তু গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনার .১০ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল করেছিল অন্যদিকে ব্রাজিল একই পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। যেখানে ব্রাজিলকে পেরু কে হারিয়ে তারা ফাইনালে উঠেছে অন্যদিকে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল মুখোমুখি হচ্ছে

অনেক তরুণ নিজের দল ফাইনালে জিতবে সেই আশায় বাজি ফুটাবে বলে অপেক্ষা করছে৷ আবার অনেকেই আজ রাত না ঘুমানোর সংকল্প নিয়েছে যদি সকালে উঠতে না পেরে খেলা মিস হয়ে যায়। পৌরশহরে ঘুরে বেশ কয়েকজন তরুন থেকে শুরু করে ফুটবল প্রেমিদের সাথে কথা হয়। সবাই নিজেদের পছন্দের দলকেই এগিয়ে রেখেছেন। কেউ আর্জেন্টিনা বললে তো পাশথেকে অন্যজন ব্রাজিল জিতবে বলে আবেগের চিৎকার দিয়ে উঠেন।

এখন শুধু অপেক্ষার পালা। কখন সকাল হবে, কখন শুরু হবে কোপা ফাইনাল। কার হাতে উঠবে এবারের ফাইনালের ট্রফি? মেসি নাকি নেইমার! এখন শুধু অপেক্ষার পালা।

Back to top button