বিয়ানীবাজার সংবাদ

তরুন বয়সে গিয়েছিলেন বাড়ি ছেড়ে, বৃদ্ধ হয়ে ফিরলেন ঘরে

বিয়ানীবাজার টাইমসঃ নিখোঁজ হয়েছিলেন ২৫ বছর আগে বাড়ি থেকে তরুন বয়সে, বৃদ্ধ হয়ে আবার নিজ বাড়িতে ফিরলেন বিয়ানীবাজারের আব্দুর রাজ্জাক। রহস্যঘেরা ঘটনা নিয়ে এলাকায় মানুষের কৌতুহল রয়েছে তবে এ রহস্যের ব্যাপারে মুখ খুলেননি বাড়ি ফিরে আসা মানসিকভাবে বিপর্যস্ত রাজ্জাক। ঘটনাটি উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামের প্রয়াত আবদুর সাত্তার ছতি মিয়ার বাড়িতে। তবে দীর্ঘ সময় পরে রাজ্জাকের ফিরে আসায় তার পরিবারে বইছে সুখের বন্যা, বর্তমানে তার বয়স ৫০। তাকে দেখতে আশপাশের গ্রাম থেকে ভিড় করেছেন মানুষ।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে স্থানীয় সারপার বাজারে এসে তিনি স্থানীয়দের কাছে তার বাবার নাম বলে ঠিকানা খুজেন। তখন তিনি তার নিজের পরিচয় দিলে বাজার থেকে তার পরিবারকে খবর দেয়া হয়। রাজ্জাকের খবর পেয়ে চাচাতো ভাই আবু তাহের তাপাদার ছুটে যান বাজারে। তিনি চাচাতো ভাইকে প্রথম দেখায় চিনতে পেরে বাড়ি নিয়ে আসেন। তবে মানসিক বিপর্যস্ত রাজ্জাক হারানোর ব্যাপারে কিছুই বলেননি পরিবারকে, তবে তার পরিবার এবং প্রতিবেশীরা তাকে চিনতে পেরেছেন এবং বিভিন্নভাবে তাকে প্রশ্ন করে নিশ্চিত হয়েছেন তিনিই ২৫ বছর আগে হারিয়ে যাওয়া রাজ্জাক।

স্থানীয় তরুন আমিনুল চৌধুরী জানান, খবর পেয়ে আমরাও এসেছি দেখতে। তিনি ২৫ বছর আগে হারিয়ে গেলেও তার চেহারার মিল আছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত হয়েছেন।

ফিরে আসা রাজ্জাকের চাচাতো ভাই মো. আবু তাহের তাপাদার বলেন, বৃহস্পতিবার সকালে জানতে পারি এক ভারসাম্যহীন ব্যক্তি সারপার বাজারে এসে ব্যবসায়ী ও স্থানীয় অনেকের কাছে আমাদের বাড়ির ঠিকানা জানতে চাইছে। পরিচিত একজন আমাকে বিষয়টি জানালে বাজারে গিয়ে আমি ভাইকে প্রথম দেখাতেই চিনতে পারি। পরে তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসি। তিনি ফিরে আসায় আমরা পরিবারের সবাই অনেক খুশী হয়েছি, আমার চাচা-চাচী (রাজ্জাকের পিতামাতা) বেচে থাকলেও তারাও অনেক খুশী হতে । অনেক দিন পর একসঙ্গে হতে পেরে আমরা সবাই আনন্দিত। তিনি কোথায় ছিলেন এ প্রশ্নের জবাবে তিনি জানান, তার মানসিক অবস্থা বিপর্যস্ত দেখে আমরা তাকে চাপ দেইনি, হয়তো তিনি আস্তে আস্তে সব বলবেন।

Back to top button