মৌলভীবাজার

মৌলভীবাজারে কোরবানির পশু বিক্রি নিয়ে চিন্তিত খামারিরা

মৌলভীবাজারের সাতটি উপজেলায় রয়েছে কমবেশি আড়াই হাজার গবাদিপশুর খামার। ঈদুল আজহায় বিক্রির জন্য এসব খামারে মোটাতাজা করা হয়েছে প্রায় ৬৮ হাজার পশু। কোরবানির বাজার ধরতে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করা হয় এসব খামারে। কিন্তু কঠোর লকডাউনে হাট-বাজার বন্ধ থাকায় খামারিরা রয়েছেন হতাশায়।

কয়েক বছর ধরে ভারতীয় গরু আসা বন্ধ থাকায় মৌলভীবাজারে বেড়েছে গবাদিপশু পালনকারীর সংখ্যা। জেলার সাতটি উপজেলায় রয়েছে প্রায় আড়াই হাজার খামার। এসব খামারে দেশীয় পদ্ধতিতে মোটাতাজাকরণ করে কোরবানির হাটে বিক্রির জন্য ভালো দাম পাওয়ার আশায় প্রস্তুত করা হয় গবাদিপশু।

বৃহস্পতিবার (৮ জুলাই) কথা হয় জেলার রাজনগর উপজেলার ওষুধ ব্যবসায়ী নুরুল ইসলাম বাবরের সঙ্গে। শখের বশে চারটি দিয়ে শুরু করে তার খামারের মূলধন এখন কোটি টাকার ওপরে। নুরুল ইসলামের খামারে এখন বিভিন্ন জাতের ৩৭টি গরু রয়েছে। বুধবার হলস্টেইন-ফ্রিজিয়ান জাতের একটি গাভী একসঙ্গে দুটি বাছুর প্রসব করেছে। ঈদের বাজারে বিক্রির জন্য প্রস্তুত আছে কালা তুফান নামের ফ্রিজিয়ান জাতের বড় ষাঁড়। অর্ধকোটি টাকা বিনিয়োগ আর প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় এমন সুফল পেয়েছেন তিনি।

জেলায় নুরুল ইসলামের খামারের মতো গড়ে উঠেছে আরও অনেক খামার। প্রতি বছর ঈদুল আজহায় বিক্রির কথা মাথায় রেখে তারা গরু পালন করেন। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশে চলছে কঠোর লকডাউন। বাজার-হাট বসায় বিধিনিষেধ থাকায় খামারিরা গরু বিক্রি করতে পারছেন না। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তারা।

মৌলভীবাজারে বড় খামারিদের মধ্যে উল্লেখযোগ্য জেলা শহরের রাসেল আহমদ ও ফারুক মিয়া এবং রাজনগরের রিপন মিয়া, ছুরুক মিয়া, আবুল মিয়া প্রমুখ।

এসব খামারিরা বলেন, ১৪ জুলাইয়ের পর কোরবানির হাট খোলা না হলে তারা বড় ধরনের লোকসানে পড়বেন এবং এমন হলে আগামীতে আর গরু পালন করবেন না।

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, তারা খামারিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। কোরবানির হাট না বসলে ব্যাপকভাবে অনলাইন প্লাটফর্ম খোলা হবে। খামারিদের গরু বিক্রির জন্য নিরন্তর প্রচেষ্টার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আব্দুস সামাদ বলেন, মৌলভীবাজারে গবাদিপশুর চাহিদা ও উৎপাদন প্রায় সমান। জেলা প্রশাসকের সহযোগিতায় ব্যাপকভাবে অনলাইন প্লাটফর্ম তৈরি করে খামারিদের গরু বিক্রির জন্য আমরা চেষ্টা করব। আশা রয়েছে ১৪ জুলাইয়ের পর কোরবানির হাট-বাজার খুলে দেয়া হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, হরমোন ইত্যাদি ব্যবহার করে কৃত্রিম উপায়ে কেউ যাতে গরু মোটাতাজাকরণ করতে না পারে তা নিয়মিত মনিটরিং করা হচ্ছে। নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিতে আমরা খামারি পর্যায়ে সবার কাছে গিয়ে তাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছি। আশা করি খামারি ভালো দাম পাবে।

Back to top button