গোলাপগঞ্জ
গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ২২ জনকে জরিমানা

নিউজ ডেস্ক- কঠোর লকডাউনের ৩য় দিনে গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২২ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯হাজার ৩০০টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবির।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি বিধি-নিষেধ অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সতর্ক করা হয় বলে তিনি জানান।