মৌলভীবাজারে চোরচক্রের পাঁচ সদস্য আটক

মৌলভীবাজার প্রতিনিধি-জেলার জুড়ীতে আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে বিপুল পরিমাণ চুরির সরঞ্জামসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটকরা হলেন- জাহাঙ্গীর, আল আমিন, আব্দুর রহিম, জুনেদ আহমদ ও জুনেদ আহমদ।
লিখিত বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, গত ২১ জুন জুড়ী থানা এলাকায় রাত্রিকালে দায়িত্বে থাকা পুলিশের টহল দল জাহাঙ্গীরকে আটক করে। তার দেয়া তথ্যে সিলেট শহরের শাহপরান থানা মেজরটিলা, নুরপুর থেকে ও ২টি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা, ২টি চোরাই মোবাইল, চুরির কাজে ব্যবহৃত ১টি রড, খুনতি উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামি মহিবুর ও দেলোয়ারের দেয়া তথ্যে শাহপরান থানার মোহাম্মদপুর এলাকার সুমনের ভাড়া বাসায় আরেক দফা অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাজিরখলা গ্রামের বাসিন্দা আল আমিন নামে একজন চোরকে আটক করে। সাথে জুড়ী থানার মধ্য বাছিরপুর গ্রামের আব্দুর রহিমের চোরাই হওয়া ১টি অটোরিকশা ও ১টি মোবাইল উদ্ধার করে।
তাদের তথ্য মতে অটোরিকশা চুরি করে বহনকারী পিকআপ ও চালক চোরচক্রের সদস্য জেলার বড়লেখা থানার মুছেগুল গ্রামের বাসিন্দা জুনেদ আহমদকে আটক করে।