মৌলভীবাজার
মৌলভীবাজারে করোনায় একজনের মৃত্যু

প্রবাসী ও পর্যটন অধ্যুষিত সীমান্তবর্তী মৌলভীবাজার জেলায় গেল ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃত্যুর পরিসংখ্যান সরকারি হিসেবে ৩৫ জনে দাঁড়াল। তবে বেসরকারি পরিসংখ্যানে ৫৫ জন। ২৭ জুন রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায় শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারে কোনো নমুনা পরীক্ষা হয়নি। তবে অ্যান্টিজেন টেস্টে ৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। শনাক্তদের মধ্যে ৩ জন জুড়ীর, কমলগঞ্জের ২ জন, কুলাউড়ার একজন এবং রাজনগরের একজন। জেলায় করোনায় আক্রান্তের পরিসংখ্যান ২ হাজার ৮৭৮ জন। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের।