বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন পলাশ ঘোষ

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে কর্মরত মুদ্রাক্ষরিক পলাশ ঘোষকে বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা দিয়েছে নির্বাহী অফিসে কর্মরত সহকর্মীরা। বৃহস্পতিবার (২৪ জুন) বিয়ানীবাজার উপজেলা হল রুমে এক বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশিকনুরের সভাপতিত্বে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এ সময় সহকর্মীরা আবেগে আপ্লূত হয়ে তাকে বিদায় জানান। তারা বলেন বিয়ানীবাজারে দীর্ঘ দিন কাজের সুবাদে তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন যার কারনে বিয়ানীবাজারবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।
উল্লেখ্য, পলাশ ঘোষ দীর্ঘ দিন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কার্যালয়ে কর্মরত ছিলেন সদ্য সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি হওয়ায় সেখানে যোগদান করছেন।