মৌলভীবাজার
জুড়ীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজার জেলার জুড়ীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার (২৩ জুন) রাত সাড়ে আটটায় ১০০ পিস ইয়াবাসহ সাজুল ইসলাম কে আটক করেছে জুড়ী থানা পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারের এলাইছ আহমেদের ছেলে।
জুড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাস ও এএসআই মনিরুল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি দল ইয়াবাসহ সাজুল ইসলাম কে আটক করে।
এসআই অনিক রঞ্জন দাস বলেন, জুড়ী থানার সুযোগ্য অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী স্যারের দিকনির্দেশনায় উপজেলা কে মাদকমুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।
জুড়ী থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, জুড়ী উপজেলা কে মাদকমুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।